রুটকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে : মরগান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০
রুটকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে : মরগান

২০১২ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের। ২০১৯ সালের মে’তে দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন তিনি। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে না পারা, রুট আবারো টোয়েন্টি ফরম্যাটে খেলতে চান।

কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ হয়নি তার। তবে টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ শেষ হয়ে যায়নি রুটের, এমনটাই জানিয়েছেন এই ফরম্যাটের অধিনায়ক ইয়ান মরগান। তিনি বলেন, ‘রুটকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। তবে এই মুর্হূতে আমরা দল নিয়ে পরীক্ষা-নিরিক্ষাই বেশি করছি। ভবিষ্যতে রুটকে দলে দেখা যাবে।’

২৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়। চারদিনের বিশ্রাম শেষে আবারো ক্রিকেট মাঠে ফিরেছেন রুট। ইংল্যান্ডের ঘরোয়া আসর ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে খেলতে নেমেই ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন রুট।

ব্যাট হাতে ৪০ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৪ রান করেন তিন নম্বরে খেলতে নামা রুট। এরপর বল হাতে ২ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। ওই ম্যাচের পরই জাতীয় দলে ফেরার আশা ব্যক্ত করেছিলেন রুট। তিনি বলেছিলেন, ‘আমরা লক্ষ্য যত দ্রুত সম্ভব টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া। টোয়েন্টি ফরম্যাটের দলে নিজের জায়গাটা পুনরুদ্ধার করতে চাই। কারণ আগামী দু’বছর দু’টি বিশ্বকাপ রয়েছে। সেই লক্ষ্যেই নিজেকের প্রস্তুত করছি।’

কিন্তু এমন ইচ্ছার দাম দেয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নাম থাকলেও, টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি তাকে। আর তাই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, টি-টোয়েন্টি দলে খেলার আশা শেষ হয়ে গেছে রুটের। কিন্তু রুটের টি-টোয়েন্টি দলে সুযোগ নিয়ে মুখ খুলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক ইয়ান মরগান।

ব্রিটিশ সংবাদমাধ্যমকে মরগান বলেন, ‘রুটের সাথে আমরা কথা বলেছি এবং তাকে নিয়ে আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি। টি-টোয়েন্টি দলে তার ভবিষ্যত আছে। তবে বর্তমানে আমাদের পরিকল্পনায় সেরা একাদশে জায়গা পাচ্ছে না সে। আমরা চাই না, তাকে না খেলিয়ে দলের সাথে রাখতে। তার চেয়ে ভালো, সে টি-টোয়েন্টি ব্লাষ্টে খেলুক। যা তার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। ভবিষ্যতের জন্য উপকৃত হবে সে।’

ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার সুযোগ পান না রুট। এবারই ভালো সুযোগ রুটের জন্য বলেও জানান মরগান, ‘রুট নিয়মিত টি-টোয়েন্টি খেলতে চায়, এটিও সে বলেছে। তবে ইয়র্কশায়ারের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ খুব বেশি পায় না সে। এজন্যই আমরা ভেবেছি, তার জন্য এবার ভালো সুযোগ ইয়র্কশায়ারের হয়ে খেলার। এখানে খেলে সে আরও বেশি পরিপক্ব হবে, যা দলের জন্য ভালো হবে।’

টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে রুটের রেকর্ড ভালোই। ৩২ ম্যাচে ৩৫ দশমিক ৭২ গড় ও ১২৬ দশমিক ৩০ স্ট্রাইক রেটে ৮৯৩ রান করেছেন তিনি। ৫টি হাফ-সেঞ্চুরিও রয়েছে রুটের। ইয়র্কশায়ারের হয়ে দ্বিতীয় ম্যাচেও ৪৩ বলে ৬৫ রান করেন রুট।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে আবারও করোনার থাবা

আইপিএলে আবারও করোনার থাবা

এলপিএলে গল গ্ল্যাডিয়েটর্সের মালিকানায় পাকিস্তান, খেলবেন আফ্রিদি-সরফরাজ

এলপিএলে গল গ্ল্যাডিয়েটর্সের মালিকানায় পাকিস্তান, খেলবেন আফ্রিদি-সরফরাজ

পিএসএলের বাকি অংশের সূচি ঘোষণা

পিএসএলের বাকি অংশের সূচি ঘোষণা

টি-টোয়েন্টি ব্লাস্টে আফ্রিদি-ওয়াসিম

টি-টোয়েন্টি ব্লাস্টে আফ্রিদি-ওয়াসিম