আইপিএলে আবারও করোনার থাবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২০
আইপিএলে আবারও করোনার থাবা

সংযুক্ত আরব আমিরাতে ত্রয়োদশ আসর শুরুর আগেই করোনাভাইরাসের ধাক্কা সামলাতে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষকে। এবার দুবাইয়ে করোনায় আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক মেডিকেল অফিসার। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

এ ব্যাপারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বোর্ডের এক মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত। তবে চিন্তার কোনো কারণ নেই। ওই কর্মকর্তার কোন উপসর্গ নেই। পুরোপুরি সুস্থ আছেন তিনি। তাকে আইসোলেশনে রাখা আছে। তবে অন্যান্যরা সুস্থ আছেন। উদ্বেগের কোনও কারণ নেই। করোনা আক্রান্ত ব্যক্তিকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।’

এর আগে দুবাইয়ে করোনা পরীক্ষায় চেন্নাই সুপার কিংসের ১৩ জনের করোনা পজিটিভ আসে। এরমধ্যে দু’জন খেলোয়াড়ও আছেন। তারা হলেন- পেসার দীপক চাহার ও ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়।

আক্রান্ত ১৩ জনকে বাকিদের থেকে আলাদা করে রাখা হয়েছে। বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হলে তাঁদের আবারও করোনা পরীক্ষা করা হবে। ভারতের করোনার প্রকোপ বেশি থাকায় এবারের আইপিএল হবে মুরুর দেশে। যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর আর শেষ হবে ১৪ নভেম্বর।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল খেলা হচ্ছে না মালিঙ্গার

আইপিএল খেলা হচ্ছে না মালিঙ্গার

লঙ্কা প্রিমিয়ার লিগের সূচি চূড়ান্ত

লঙ্কা প্রিমিয়ার লিগের সূচি চূড়ান্ত

সাদা বা লাল, সব বলেই নিজেকে প্রস্তুত করছেন রানা

সাদা বা লাল, সব বলেই নিজেকে প্রস্তুত করছেন রানা

আইপিএলে ফেরার ইঙ্গিত দিলেন রায়না

আইপিএলে ফেরার ইঙ্গিত দিলেন রায়না