পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা নিউজিল্যান্ডের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০০ এএম, ২০ ডিসেম্বর ২০২০
পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা নিউজিল্যান্ডের

সফররত পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করলো নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে ৭ বল হাতে রেখেই ৫ উইকেটে ১৫৬ রান তুলে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

ব্যাট হাতে মাঠে নেমে শুরুতইে অভিষিক্ত জ্যাকব ডাফির তোপে মুখে পড়ে পাকিস্তান টপ অর্ডার। টানা দুই ওভারে মোহাম্মদ রিজওয়ান (১৭ বলে ১৭) ও আব্দুল্লাহ শফিককে (২ বলে শূন্য) ফেরান ডাফি।

দলীয় ২০ রানেই ৪ উইকেট হারায় সফরকারী পাকিস্তান। ওপেনার রিজওয়ান ১৭ রান করলেও শফিক-হাফিজরা রানের খাতাই খুলতে পারেনি। তবে দলের হাল ধরেন ক্যাপ্টেন শাদাব খান। খুশদিল-ইমাদরা উইকেটে থিতু হতে না পারলেও ৪২ রান তোলেন শাদাব। ৩ ছক্কা ২ চারে ১৮ বলে ৩১ রানের ইনিংসে ৯ উইকেটে ১৫৩ রানের পুঁজি পায় পাকিস্তান। একাই তিন উইকেট শিকার করেন তরুণ কিউই পেসার জ্যাকব ডাফি।

১৫৪ জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানে গাপটিলকে হারালেও আরেক ওপেনার সেইফার্ট খেলেন জয়ের ভীত গড়ে দেওয়া ৫৭ রানের ইনিংস। ডেভন কনওয়ে ৫ রানে আউট হলে গ্লেন ফিলিপসের ২৩ আর মার্ক চ্যাপম্যানের ৩৪ রানে ম্যাচে নিয়ন্ত্রণ রাখে কিউইরা।

জয়রে লক্ষ্যে পৌঁছতে বাকি পথটা কোনো বিপত্তি ছাড়াই পাড়ি দেন অপরাজিত নিশাম-সান্টনাররা। অভিষেক ম্যাচে ৪ উইকেট শিকার করা ডাফি হয়েছেন ম্যাচ সেরা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন জেমকন খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন জেমকন খুলনা

তরুণদের প্রশংসায় বিসিবি প্রেসিডেন্ট

তরুণদের প্রশংসায় বিসিবি প্রেসিডেন্ট

নেপালের প্রধান কোচ হলেন ডেভ হোয়াটমোর

নেপালের প্রধান কোচ হলেন ডেভ হোয়াটমোর

‘প্রতিবাদে’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মোহাম্মদ আমির

‘প্রতিবাদে’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মোহাম্মদ আমির