১৪ বছর পর ছয় বলে ছয় ছক্কা, নজির পোলার্ডের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৪ এএম, ০৫ মার্চ ২০২১
১৪ বছর পর ছয় বলে ছয় ছক্কা, নজির পোলার্ডের

সাধারণত কোনো বোলার উইকেট শিকারের হ্যাটট্রিক করলে ব্যাটসম্যানরা তাকে সমীহ করেন। তবে এ ক্ষেত্রে ঘটলো ঠিক উল্টোটা। হ্যাটট্রিক করার পরের ওভারেই খেলেন ছয় ছক্কা। ১৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড।

উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে উইকেট শিকারে হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কান বোলার আকিলা ধনঞ্জয়া। তবে তার পরের ওভারেই কাইরন পোলার্ড হাঁকান ছয় ছক্কা। যা আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয়বারের মতো ঘটলো। এর আগে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস এবং ভারতের যুবরাজ সিং এ নজির গড়েছিলেন।

ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর পর অবশ্য বেশি দূর যেতে পারেননি পোলার্ড। ছয় ছক্কা হাঁকানো পোলার্ডকে থামতে হয়েছে ১১তম বলেই। ছক্কা থেকে ৩৬ রানের সাথে আর মাত্র ২ রান যোগ করতে পেরেছিলেন তিনি।

আকিলা ধনঞ্জয়ার বলে পোলার্ড প্রথম ছক্কা মারেন লং অন বরাবর। দ্বিতীয় ছক্কা সাইটস্ক্রিনের সোজা। তৃতীয় ছক্কাটি উড়ে যায় লং অফের দিকে। চতুর্থ ছক্কাটি মারেন ডিপ মিড উইকেট বরাবর। এরপর পঞ্চম বলে বোলারের মাথার উপর দিয়ে সোজা এবং ডিপ মিড উইকেটের উপর দিয়ে ষষ্ঠ ছক্কা হাঁকান তিনি।
sportsmail24
ছয় বলে ছয় ছক্কার খাওয়ার আগের ওভারেই হ্যাটট্রিক করেছিলেন ধনাঞ্জয়া, ছবি : এএফপি

পোলার্ডের কাছে ছয় বলে ছয় ছক্কা হজম করতে হবে -এমনটা কিছুক্ষণ আগেও ভাবেননি লঙ্কান বোলার আকিলা ধনঞ্জয়া। কারণ, তার আগের ওভারেই তুলে নিয়েছিলেন হ্যাটট্টিক উইকেট। দলের পর পর তিন উইকেট হারানোর পর পোলার্ড ব্যাট হাতে এমন বিধ্বংসী হবেন কে জানতো।

ম্যাচের সেরা পুরস্কার পাওয়া কাইরন পোলার্ডও ভাবেননি ছয় বলেই ছক্কা হাঁকাবেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘তিন নম্বর ছক্কা পাওয়ার পর আরও কয়েকটি মারার কথা মাথায় আসে। পাঁচ নম্বরটা পেয়ে যাওয়ার পর বোলারের চাপটা বুঝতে পারি। তখন সিদ্ধান্ত নেই পরেরটাও মারবো।’

পোলার্ডের ৩৬ রানের ব্যাটিং বিস্ফোরণে অ্যান্টিগায় ৪১ বল হাতে রেখেই শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার করা ৬ উইকেটে ১৩১ রানের জবাবে ১৩৪ রান তুলে ৪ উইকেটে জয় তুলে নেয় উইন্ডিজ। এ জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেছে উইন্ডিজরা।

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে হার্শেল গিবস ও যুবরাজ সিং এক ওভারে ছয় ছক্কার নজির গড়েছিলেন। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে এ নজির গড়েন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। এরপর ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা হাঁকান যুবরাজ সিং।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দোষ অস্বীকার করে শুনানিতে ধরা খেলেন পোলার্ড

দোষ অস্বীকার করে শুনানিতে ধরা খেলেন পোলার্ড

বাংলাদেশকে চমকে দেওয়া মায়ার্স আইসিসির সেরা তালিকায়

বাংলাদেশকে চমকে দেওয়া মায়ার্স আইসিসির সেরা তালিকায়

ভারত বিশ্বকাপে শিরোপার স্বাদ চান গেইল

ভারত বিশ্বকাপে শিরোপার স্বাদ চান গেইল

রাকিম কর্নওয়াল, বিস্ময় ছাড়িয়ে বাস্তবতা

রাকিম কর্নওয়াল, বিস্ময় ছাড়িয়ে বাস্তবতা