বাংলাদেশকে চমকে দেওয়া মায়ার্স আইসিসির সেরা তালিকায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৩ মার্চ ২০২১
বাংলাদেশকে চমকে দেওয়া মায়ার্স আইসিসির সেরা তালিকায়

আন্তর্জাতিক ক্রিকেটে বছরজুড়ে সব ফরম্যাটের সেরা পারফরমেন্স দেখানো ক্রিকেটারকে স্বীকৃতি দিতে চলতি বছরের জানুয়ারি থেকে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ চালু করেছে আইসিসি। প্রথম মাসের পর এবার দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে সেরা হওয়ার দৌঁড়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২১০ রানের ইনিংস খেলে বিশ্বকে তাক লাগিয়ে দেন মায়ার্স। তার নান্দনিক ইনিংসের সুবাদে ৩৯৫ রানের টার্গেট স্পর্শ করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেটে দুর্দান্ত জয়ও পায় ক্যারিবীয়রা। ফলে ফেব্রুয়ারিতে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ সেরা হওয়ার জন্য মনোনিত হয়েছেন মায়ার্স।

ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্টে ২১৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন ইংল্যান্ডের রুট। ওই মাসে তিন ম্যাচে ৩৩৩ রান করে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ সেরা হওয়ারর দৌঁড়ে আছেন রুট।

মায়ার্স-রুটের সাথে সেরা হওয়ার জন্য মনোনিত হয়েছেন ভারতের স্পিনার অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে ব্যাট হাতে ১৭৬ রান ও বল হাতে ২৪টি উইকেট নিয়েছেন তিনি।

মাসের সেরা খেলোয়াড় নির্বাচনে মঙ্গলবার পুরুষদের পাশাপাশি নারী দলের তিনজন মনোনীত খেলোয়াড়ের নামও প্রকাশ করেছে আইসিসি। লড়াইয়ে আছেন টামি বিউমন্ট, ব্রুক হালিডে ও ন্যাট সিভার।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সর্বোচ্চ রানে মায়ার্স, শীর্ষ পাঁচে বাংলাদেশের তিনজন

সর্বোচ্চ রানে মায়ার্স, শীর্ষ পাঁচে বাংলাদেশের তিনজন

টেস্ট অভিষেকে ডাবল-সেঞ্চুরি, মায়ার্সের যত রেকর্ড

টেস্ট অভিষেকে ডাবল-সেঞ্চুরি, মায়ার্সের যত রেকর্ড

মায়ার্স-বোনারের জুটিতে এলোমেলো রেকর্ড

মায়ার্স-বোনারের জুটিতে এলোমেলো রেকর্ড

আইসিসির মাস সেরা প্রথম ক্রিকেটার পান্থ-শাবনিম

আইসিসির মাস সেরা প্রথম ক্রিকেটার পান্থ-শাবনিম