বিশ্বকাপের প্রস্তুতির মিশন শুরু করছে ভারত-ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৯ এএম, ১৩ মার্চ ২০২১
বিশ্বকাপের প্রস্তুতির মিশন শুরু করছে ভারত-ইংল্যান্ড

চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মাঠে নামছে ভারত ও ইংল্যান্ড। আজ শুক্রবার (১২ মার্চ) থেকে আহমেদাবাদের মোতেরায় বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে দু’দল। এ সিরিজ দিয়ে চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মিশন শুরু করবে তারা।

চার ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে ধরাশায়ী করেছে ভারত। সিরিজ জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালও নিশ্চিত করে টিম ইন্ডিয়া। ফলে দুর্দান্ত সুখস্মৃতি নিয়েই টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারত।

তবে টেস্ট থেকে টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাট হওয়ায় সবকিছুই নতুনভাবে শুরু করতে হচ্ছে ভারতকে। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ভারতের দলপতি কোহলি বলেছেন, ‘নতুন সপ্তাহ, নতুন ফরম্যাট, সবকিছুই নতুন, তবে লক্ষ্য একই। নিজেদের লক্ষ্যে কোন পরিবর্তন হয়নি। জয়ের লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।’

টেস্ট সিরিজে দল আশানুরুপ পারফরমেন্স করলেও ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন কোহলি। ৬ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৭২ রান করেন কোহলি। ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন তিনি।

তবে কোহলির ফর্ম নিয়ে ভাবছে না ভারত শিবির। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের দিকেই চোখ তাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভালো খেলতে চান দলের ওপেনার রোহিত শর্মা।

তিনি বলেন, ‘কোহলি বিশ্বসেরা ব্যাটসম্যান। তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই। তবে আমরা সিরিজ নিয়েই ভাবছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা এখান থেকেই শুরু করছি আমরা। বিশ্বকাপের চিন্তায় সকলেই ভালো করতে চায়।’

ভারতের মতো ইংল্যান্ডও এ সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে। টেস্ট সিরিজের স্মৃতিকে অতীত ভেবে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের মনোযোগ বাড়াতে চান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান।

তিনি বলেন, ‘টেস্ট সিরিজ এখন অতীত। সামনে টি-টোয়েন্টি লড়াই। তবে এবারের লড়াইটা ভিন্ন আঙ্গিকের। কারণ, অক্টোবর-নভেম্বরে এখানে বিশ্বকাপ খেলতে হবে আমাদের। এ সিরিজটি অনেক বড় ভূমিকা রাখবে বলে আমাদের ধারণা। তাই সিরিজে ভালো করতে চাই।’

টেস্ট সিরিজের মতো টি-টোয়েন্টিতেও ভারতের প্রধান অস্ত্র হবে স্পিন। উইকেটও তৈরি হবে স্পিন সহায়ক। ফলে দলকে সতর্ক করেছেন মরগান।

তিনি বলেন, ‘আমাদের মনে হয়, উইকেট টেস্ট সিরিজের মতো হবে এবং আমাদের স্পিন সহায়ক উইকেটে খেলতে হবে। আমরা টি-টোয়েন্টিতে ভালো খেলছি। আমাদের আত্মবিশ্বাস রয়েছে, কারণ আমরা শেষ দুই বছর বেশ কিছু ম্যাচে কঠিন পরিস্থিতি থেকে জয় তুলে নিতে পেরেছি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের আরও উন্নতি করতে হবে।’

এদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটে বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে ভারতের অধিনায়ক কোহলি। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান করতে আর মাত্র ৭২ রান প্রয়োজন তার। ৮৫ ম্যাচে ২৫টি হাফ-সেঞ্চুরিতে কোহলির রান ২৯২৮।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘দেশের পরিবর্তে আইপিএল খেললে বেতন কাটা হোক’

‘দেশের পরিবর্তে আইপিএল খেললে বেতন কাটা হোক’

ফেব্রুয়ারিতে সেরা অশ্বিন-ট্যামি

ফেব্রুয়ারিতে সেরা অশ্বিন-ট্যামি

পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু

পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু

১৪তম আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

১৪তম আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ