ফেব্রুয়ারিতে সেরা অশ্বিন-ট্যামি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২২ এএম, ১১ মার্চ ২০২১
ফেব্রুয়ারিতে সেরা অশ্বিন-ট্যামি

দ্বিতীয়বারের মতো প্লেয়ার অব দ্য মান্থ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এবং ইংল্যান্ডের নারী দলের ব্যাটসম্যান ট্যামি বিউমন্ট।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম তিন টেস্ট খেলেছেন অশ্বিন। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট জয়ে দ্বিতীয় ইনিংসে ১০৬ রান এবং আহমেদাবাদে সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচ জিততে ৪০০তম টেস্ট উইকেটের মালিক হন তিনি। তিন ম্যাচে তার মোট রান ১৭৬ এবং উইকেট ২৪টি। তাতেই টানা দ্বিতীয় মাসের মতো মনোনীত ৩৪ বছর বয়সী ডান হাতি এ স্পিনার।

সেরা নির্বাচিত হওয়ার পথে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্সকে পেছনে ফেলেছেন অশ্বিন।

এদিকে, ২৯ বছর বয়সী ট্যামি বিউমন্ট নিউজিল্যান্ডের বিপক্ষে ফেব্রুয়ারিতে তিনটি ওয়ানডে খেলেন। যার প্রতিটিতে অর্ধশতক অতিক্রম করেন। সব মিলিয়ে ২৩১ রান ছিল তার। তিনি একজন ওপেনার, ডানহাতি ব্যাটসম্যান এবং উইকেটকিপার।

আইসিসির এ নতুন পুরস্কারে প্রথমবারের মতো গত জানুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ভারতের ঋষভ পন্থ ও দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশকে চমকে দেওয়া মায়ার্স আইসিসির সেরা তালিকায়

বাংলাদেশকে চমকে দেওয়া মায়ার্স আইসিসির সেরা তালিকায়

কোহলি-লাবুশেনকে নীচে নামিয়ে তিনে রুট

কোহলি-লাবুশেনকে নীচে নামিয়ে তিনে রুট

আইসিসির মাস সেরা প্রথম ক্রিকেটার পান্থ-শাবনিম

আইসিসির মাস সেরা প্রথম ক্রিকেটার পান্থ-শাবনিম

শীর্ষ পাঁচে নাম আসবে, চিন্তাও করেননি মিরাজ

শীর্ষ পাঁচে নাম আসবে, চিন্তাও করেননি মিরাজ