পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ এএম, ১০ মার্চ ২০২১
পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু

লর্ডস নয়, সাউদাম্পটনের এইজাজ বোলে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এ তথ্য নিশ্চিত করেছেন। ভেন্যুতে পরিবর্তন আসলেও সূচিতে কোন পরিবর্তন হয়নি।

পূর্ব নির্ধারিত ১৮ জুন সাউ্যাম্পটনের এইজাজ বোল স্টেডিয়ামে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত ও নিউজিল্যান্ড। গাঙ্গুলি বলেন, ‘ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে সাউদাম্পটনে। সেটি দেখতে আমি উন্মুখ হয়ে আছি।’

ভেন্যু পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘করোনার কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। আর স্টেডিয়ামের সাথেই হোটেল থাকায় সাউদাম্পটনে ফাইনালের সিদ্বান্ত নেওয়া হয়েছে। করোনার মধ্যে ইংল্যান্ডে খেলা শুরু হওয়ার পর সাউদাম্পটনে অনেক ম্যাচ হয়েছে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের ভেন্যু নিয়ে গাঙ্গুলি কথা বললেও ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনও কিছু জানায়নি।

ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে হওয়ার কথা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। তবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় খেলোয়াড়দের সুবিধার্থে ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

করোনার বিরতির পর গত বছর সাউদাম্পটন ও ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে ইংল্যান্ড। তবে নিজেদের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত হতে গেলেও খেলা হচ্ছে না স্বাগতিকদের। ইংল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ডের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যোগ্য দল হিসেবেই ফাইনালে ভারত : কোহলি

যোগ্য দল হিসেবেই ফাইনালে ভারত : কোহলি

ইংল্যান্ডের সিরিজ হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

ইংল্যান্ডের সিরিজ হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

এশিয়া কাপের স্লটে এখনো কোনো পরিবর্তন আসেনি

এশিয়া কাপের স্লটে এখনো কোনো পরিবর্তন আসেনি

আইপিএলের কারণে পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

আইপিএলের কারণে পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল