টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৮ মার্চ ২০২১
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২১০ রানের সংগ্রহ গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের এটি সর্বোচ্চ রানের সংগ্রহ।

রোববার (২৮ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও টস হারে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল স্কোর দাঁড় করায় নিউজিল্যান্ড।

ব্যাট হাতে উইল ইয়ং-এর ৫০ এবং কনওয়ে অপরাজিত ৯০ রান করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি উইকেট নিয়েছেন অভিষিক্ত নাসুম আহমেদ।

বাংলাদেশের বিপক্ষে এর আগে ২০১৭ সালে জানুয়ারি নিজে দেশে ১৯৫ এবং ২০১৩ সালের নভেম্বরে ঢাকায় ২০৪ রানের সংগ্রহ গড়েছিল নিউজিল্যান্ড।

দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক অভিষেকে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ দারুণ বোলিং করেছেন। নতুন বলে প্রথম ওভারেই নিউজিল্যান্ডের অভিষিক্ত ফিন অ্যালেনকে শূন্য রানে বোল্ড করে ব্রেক থ্রু এনে দেন নাসুম।

ওপেনার মার্টিন গাপটিলকেও ফেরান নাসুম। কঠিন কন্ডিশনে শুরুর দুই উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার এ স্পিনারই। ৪ ওভার বল করে ৩০ রানে ২ উইকেট শিকার করে অভিষিক্ত নাসুম আহদেম।

তবে বিপরীত চিত্র দেখা যায় আরেক অভিষিক্ত শরিফুল ইমলামের বলে। ৪ ওভারে ৫০ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। এছাড়া বল হাতে সফল ছিলেন না মোস্তাফিজ এবং সাইফউদ্দিনও।

শেষ পর্যন্ত ৯২ রানে অপরাজিত ছিলেন কনওয়ে। ৫২ বলে ১১টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায় এ ঝড়ো ইনিংস সাজান তিনি। এর আগে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন উইল ইয়ং। ফলে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল স্কোর গড়ে স্বাগতিক নিউজিল্যান্ড।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সুপার লিগে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ

সুপার লিগে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ

আইপিএলে খেলতে ভারত গেলেন সাকিব

আইপিএলে খেলতে ভারত গেলেন সাকিব

সহজ কথা, আমরা ভালো ক্রিকেট খেলিনি : তামিম

সহজ কথা, আমরা ভালো ক্রিকেট খেলিনি : তামিম

রেকর্ড ব্যবধানের হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

রেকর্ড ব্যবধানের হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ