ম্যাচ হবে ১০ ওভারে, বাংলাদেশের টস জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৯ এএম, ০২ এপ্রিল ২০২১
ম্যাচ হবে ১০ ওভারে, বাংলাদেশের টস জয়

তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে না পারায় ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে লিটন কুমার দাস।

ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলে বৃষ্টির কারণে ১১৫ মিনিট পর শুরু হয়েছে। অকল্যান্ডের সময় সন্ধ্যা সাতটা (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থেকেই বৃষ্টি শুরু হয়।
sportsmail24
দ্বিতীয় টি-টোয়েন্টির মতো এ ম্যাচেও বৃষ্টির বাগড়ার কমে গেছে ম্যাচের পরিধি। নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর শুরু হওয়ায় কার্টেল ওভারে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে অর্ধেকে। প্রতি ইনিংসে খেলা হবে ১০ ওভার। ম্যাচে পাওয়ারপ্লে থাকবে ৩ ওভার।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ
টিম সাউদি (অধিনায়ক), মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, অ্যাডাম মিলনে, টড অ্যাস্টল ও লকি ফার্গুসন।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নেই মাহমুদউল্লাহ, অধিনায়ক লিটন

নেই মাহমুদউল্লাহ, অধিনায়ক লিটন

হোয়াইটওয়াশ নাকি প্রথম জয়

হোয়াইটওয়াশ নাকি প্রথম জয়

স্বপ্ন দেখিয়েও হার, সিরিজ খোয়ালো বাংলাদেশ

স্বপ্ন দেখিয়েও হার, সিরিজ খোয়ালো বাংলাদেশ

নিউজিল্যান্ডে জয় পেতে করণীয় জানালেন সৌম্য

নিউজিল্যান্ডে জয় পেতে করণীয় জানালেন সৌম্য