চাপে থাকবে শ্রীলঙ্কা : বলছেন মাহমুদুল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৫ মার্চ ২০১৮
চাপে থাকবে শ্রীলঙ্কা : বলছেন মাহমুদুল্লাহ

তিনটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। জিতেছে একটি করে। ফলে শুক্রবার দুই দল মাঠে নামছে অঘোষিত ‘সেমি-ফাইনাল’ খেলতে। এ ম্যাচে যে জিতবে সেই ফাইনালে কোয়ালিফাই করবে। এমন সমীকরণের ম্যাচে লঙ্কানরা চাপে থাকবে বলে মনে করেন টাইগাদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় নিদাহাস ট্রফি অভিযান শুরু করে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নিষ্প্রাণ ব্যাটিংয়ে ভারতের কাছে হেরে যায় মাহমুদউল্লাহ বাহিনী। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ রান তাড়া করে ঐতিহাসিক জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে ফের একই ছবি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারতের কাছে আবারও হেরে গেছেন মুশফিকরা।

এদিকে ম্যাচে হার ও ঘরের মাঠে খেলা হওয়ায় চাপটা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার উপরেই বেশি থাকবে বলছেন মাহমুদউল্লাহ। বলেন, ‘যদি চাপের কথা বলি তা হলে ওরাই (শ্রীলঙ্কা) বেশি সেটি অনুভব করবে। কারণ তাদের ঘরের মাঠ খেলা। দেশি সমর্থকদের প্রত্যাশাও বেশি।’

তিনি আরও বলেন, আমাদের সামনের ম্যাচ নিয়ে ভাবতে হবে। নতুন ম্যাচ, নতুন পরিকল্পনা করতে হবে। কীভাবে সেসব বাস্তবায়ন করা যায় তা নিয়ে ভাবতে হবে। ভারতের বিপক্ষে আমাদের নানা ঘাটতি দেখা গেছে। তবে সেসব নিয়ে ভাবলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে।

এদিকে আশার কথা হলো উনজুরির কারণে দলে না থাকা নিয়মিত অধিনায়ক সাবিক আল হাসান দলে ফিরেছেন। দলের সঙ্গে যোগ দিতে ইতোমধ্যে তিনি ঢাকা ত্যাগ করেছেন। আশা করা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে অঘোষিত সেমি-ফাইনালে মাঠে নামবেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

দলে ফিরলেন সাকিব, খেলবেন শুক্রবার

দলে ফিরলেন সাকিব, খেলবেন শুক্রবার

ফাইনালে ভারত, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ শুক্রবার

ফাইনালে ভারত, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ শুক্রবার

১৭ রানে হেরে গেল বাংলাদেশ

১৭ রানে হেরে গেল বাংলাদেশ

আরাফাতের রেকর্ডে আবাহনী ‘আত্মসমর্পণ’

আরাফাতের রেকর্ডে আবাহনী ‘আত্মসমর্পণ’