অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দশটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৬ মে ২০২১
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দশটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে বসেব টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে করোনার কারণে বিশ্বকাপের ভাগ্য এখনো ঝুলে রয়েছে। তবে বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ সফরে পাঁচটি করে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এর আগে জানানো হয়েছিল, ৩টি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দেশ দুটি। তবে সেখানে পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) বিসিবির ক্রিকেট পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ৩টি করে নয়, বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ৫টি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের তিনটি ছিল ম্যাচ ছিল, সেটা পাঁচটা করতে চেয়েছি এবং ওরা রাজি হয়েছে। এটা আট থেকে ৯ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে। এখন আমাদের প্রস্তুতিটা যতটা ভালো করা যায়, সেই চেষ্টাই করছি।’

করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত না হলে চলে যাবে সংযুক্ত আরব আমিরাতে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ যেখানেই হোক না কেন নিজেদের সেরা প্রস্তুতিটাই নিবে বাংলাদেশ ক্রিকেট দল।

আকরাম খান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। ভারত কী করতে চাচ্ছে, তা দেখতে হবে। ভারত পারবে কী না, না হলে শোনা যাচ্ছে দুবাইতে হতে পারে। আমরা এসব না ভেবে আমাদের প্রস্তুতি যেভাবে নেওয়ার নিয়ে যাচ্ছি।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ে সফরে টেস্ট কমিয়ে বাড়ানো হলো টি-টোয়েন্টি

জিম্বাবুয়ে সফরে টেস্ট কমিয়ে বাড়ানো হলো টি-টোয়েন্টি

ধ্বংস্তুপে দাঁড়িয়ে মুশফিকের সেঞ্চুরি

ধ্বংস্তুপে দাঁড়িয়ে মুশফিকের সেঞ্চুরি

ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছে : মিরাজ

ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছে : মিরাজ

মেয়াদ বাড়ছে টাইগার কোচ ডোমিঙ্গোর!

মেয়াদ বাড়ছে টাইগার কোচ ডোমিঙ্গোর!