সাকিবের পরিবর্তে নতুন নেতৃত্বে মোহামেডান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ এএম, ১৪ জুন ২০২১
সাকিবের পরিবর্তে নতুন নেতৃত্বে মোহামেডান

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) লিগে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। যার কারণে চলমান ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে পারবেন না দলের নেতা সাকিব। ফলে সাকিবের পরিবর্তে দলের নতুন অধিনায়ক দিয়েছে মোহামেডান।

শুক্রবার (১১ জুন) মিরপুরে চিরপ্রতিদ্বন্দ্বি আবহানীর বিপক্ষে ম্যাচ চলাকালে আম্পায়ারের দুটি সিদ্ধান্তে দুইবার মেজার হারান সাকিব আল হাসান। একবার নিজের বলে এলবিডব্লিউ-এর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফেলেন। পরের ওভারেই বৃষ্টির কারণে আম্পায়ার খেলা বন্ধ করলে আবারও মেজাজ হারান সাকিব। তেড়ে এসে স্ট্যাম্প উপড়ে ফেলে আছাড়া মারেন।

ম্যাচ চলাকালে সাকিবের এমন অশোভন আচরণের অপরাধে তিন ম্যাচের নিষিদ্ধ করার ছাড়াও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞার কারণে চলমান ডিপিএলে মোহামেডানের হয়ে তিন ম্যাচ খেলতে পারবেন না সাকিব আল হাসান।

এদিকে, একদিন বিরতি দিনে রোববার (১৩ জুন) থেকে শুরু হয়েছে ডিপিএলের অষ্টম রাউন্ড। যেখানে মোহামেডানের হয়ে খেলতে পারছেন না সাকিব আল হাসান। ফলে বাধ্য হয়ে নতুন নেতা বাছাই করতে হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে।

সাকিব আল হাসানের পরিবর্তে মোহামেডানের নেতৃত্ব পেয়েছেন শুভাগত হোম। রোববার তার নেতৃত্বেই সাভারের বিকেকএসপিতে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছে মোহামেডান।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব, জরিমানা ৫ লাখ

তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব, জরিমানা ৫ লাখ

সাকিব কাণ্ডে ‌‘আন্তর্জাতিক চাপে’ বিসিবি সভাপতি

সাকিব কাণ্ডে ‌‘আন্তর্জাতিক চাপে’ বিসিবি সভাপতি

মুক্তির বছর না ঘুরতেই নিষিদ্ধ হলেন সাকিব

মুক্তির বছর না ঘুরতেই নিষিদ্ধ হলেন সাকিব

আম্পায়ার বিতর্ক, বিসিবির তদন্ত কমিটি গঠন

আম্পায়ার বিতর্ক, বিসিবির তদন্ত কমিটি গঠন