সাকিব কাণ্ডে ‌‘আন্তর্জাতিক চাপে’ বিসিবি সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ এএম, ১৩ জুন ২০২১
সাকিব কাণ্ডে ‌‘আন্তর্জাতিক চাপে’ বিসিবি সভাপতি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বরাবরই একটি অভিযোগ ছিল, পাতানো খেলার। এবারের আসরেও একই অভিযোগ উঠেছে। তবে এবার আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে সাকিব আল হাসানের প্রতিবাদে দেশের গন্ডি পেরিয়ে চলে গেছে আন্তর্জাতিক পর্যায়ে। যা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পড়েছেন নানা প্রশ্নের সম্মুখিন।

খেলা চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে মাঠেই অশোভন আচরণের অপরাধে সাকিব আল হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। একই সাথে তাকে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। তবে সাকিবের বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিলেও পাতানো ম্যাচের যে অভিযোগ উঠেছে সে বিষয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তবে বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন> তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব, জরিমানা ৫ লাখ

এদিকে, ডিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ এতদিন নিজেদের মধ্যে থাকলেও সাকিব আল হাসানের এমন আচরণে তা এবার ছড়িয়ে গেছে আন্তর্জাতিক পর্যায়ে। ফলে বিশ্বের অন্যান্য বোর্ড কর্তারাও বিসিবি সভাপতির কাছে বিস্তারিত জানতে চাচ্ছেন। বিষয়টি নামজুল হাসান পাপন নিজেই স্বীকার করেছেন।

শনিবার (১২ জুন) এ বিষয়ে দেশের একটি বেসরকারি একটি টেলিভিশনের সাথে কথা বলেছেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘বিষয়টি এতো বেশি ছড়িয়ে গেছে এবং আমাকে এতো দেশ থেকে ফোন করতেছে, আমি তো ফোন’ই ডরায়ে ধরতে পারতেছি না। বাট, এটা (ম্যাচ পাতানোর অভিযোগ) একটা বেজ্জতির চরমে চলে গেছে, বাংলাদেশের।’

আরও পড়ুন> মুক্তির বছর না ঘুরতেই নিষিদ্ধ হলেন সাকিব

ঘরোয়া ক্রিকেট থেকে মূলত জাতীয় দলের ভবিষ্যৎ পারফরমাররা উঠে আসেন। তবে পাতানো খেলা হলে তা আর সম্ভব হয় না। বিসিবি সভাপতি ক্ষোপ প্রকাশ করে বলেন, ‘আমার মনে হয় (পাতানো হলে) ডোমেস্টি খেলার কোন মানে হয় না। আমি এটার একটা সলিউশন চাই। এটা একটা চরম পর্যায়ে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা দলের ম্যানেজার, ক্যাপ্টেনের সই করা কাগজ দেখাচ্ছে, কারো কোন অভিযোগ নেই। অভিযোগ না দিলে ব্যবস্থাটা নেব কার বিরুদ্ধে। তারপরও সবাইকে ডেকে নিয়ে আমি বলছি, প্রত্যেকটা ইস্যু যেন দেখা হয়।’

যতক্ষণ পর্যন্ত পাতানো খেলার সমাধান না হবে ততক্ষণ ঘরোয়া খেলা বন্ধ রাখার পক্ষে বিসিবি সভাপতি। বলেন, ‘প্রথম কথা হলো ডোমেস্টিক খেলার তো দরকার নেই। আমার কথা হলো এ রকম (পাতানো) যদি হয়ে থাকে। আমি তো ডোমেস্টি’কি খেলাবো না, যতক্ষণ পর্যন্ত না এটা সমাধান হবে। যদি তাই হয়, তাহলে ডোমেস্টিক খেলার লাভ কী? ডোমেস্টিক খেলার তো কোন মানে নেই।’

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে উত্তাপ ছড়ালেন সাকিব

মাঠে উত্তাপ ছড়ালেন সাকিব

সাকিবকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র চলছে : শিশির

সাকিবকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র চলছে : শিশির

অনুতপ্ত সাকিব, বললেন ভবিষ্যতে আর হবে না

অনুতপ্ত সাকিব, বললেন ভবিষ্যতে আর হবে না

আম্পায়ার বিতর্ক, বিসিবির তদন্ত কমিটি গঠন

আম্পায়ার বিতর্ক, বিসিবির তদন্ত কমিটি গঠন