ভারতীয় দলে করোনার হানা, স্থগিত ২য় টি-টোয়েন্টি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২৮ জুলাই ২০২১
ভারতীয় দলে করোনার হানা, স্থগিত ২য় টি-টোয়েন্টি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় অলরাউন্ডার ক্রনাল পান্ডিয়া। দলে করোনা হানা দেওয়ায় ভারত-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ স্থগিত করা হয়েছে। সিরিজের বাকি অংশ কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানানো হয়নি।

সিরিজে আরও একবার করোনাভাইরাস হানা দিয়েছিল। সিরিজ শুরুর আগেই শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ এবং কম্পিউটার অ্যানালিস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। সেবার করোনা হানায় সিরিজ শুরুর তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে এবার আর শ্রীলঙ্কা দলে নয়, এবার করোনা হানা দিয়েছে ভারতীয় দলে।

ভারতীয় দলের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া করোনায় আক্রান্ত হওয়ায় দুই দলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে বুধবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হতে পারে স্থগিত হওয়া এ ম্যাচ। দুই দলের বাকি ক্রিকেটাররা করোনা টেস্টে নেগেটিভ আসলেই তবে মাঠে গড়াবে এ ম্যাচ।

শ্রীলঙ্কা সিরিজ শেষ করেই পৃথ্বী শ এবং সুরিয়া কুমার যাদবের ইংল্যান্ডে ভারতীয় টেস্ট দলে যোগ দেওয়ার কথা। তবে শ্রীলঙ্কা সফরের দলে করোনার হানা দেওয়ায় তাদের দুই জনের ইংল্যান্ড সফরের দলে যোগ দেওয়া নিয়েও শঙ্কা জেগেছে।

সিরিজের মাঝপথে করোনা হানা দেওয়ায় দুই দলকেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তী করোনা টেস্টে নেগেটিভ না আসা পর্যন্ত তাদেরকে আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমটিতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাসও

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাসও

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও অনিশ্চিত মোস্তাফিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও অনিশ্চিত মোস্তাফিজ

অজিদের বিপক্ষে সিরিজ হেরে উইকেটকে দুষছেন পোলার্ড

অজিদের বিপক্ষে সিরিজ হেরে উইকেটকে দুষছেন পোলার্ড

ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে যোগ দিচ্ছেন পৃথ্বী-সুরিয়া

ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে যোগ দিচ্ছেন পৃথ্বী-সুরিয়া