অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও অনিশ্চিত মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২৭ জুলাই ২০২১
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও অনিশ্চিত মোস্তাফিজ

ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন না মোস্তাফিজুর রহমান। তৃতীয় ওয়ানডে এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেললেও একই কারণে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও তাকে ঘিরে রয়েছে অনিশ্চয়তা। 

জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন মোস্তাফিজুর রহমান। সেই ইনজুরির কারণে প্রথম দুই ওয়ানডেতে দলের বাইরে ছিলেন তিনি। ইনজুরি কাটিয়ে তৃতীয় ওয়ানডে এবং প্রথম টি-টোয়েন্টি খেললেও আবারও ইনজুরির হানায় একাদশ থেকে ছিটকে যান তিনি।

ইনজুরির কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দ্বিতীয় বা তৃতীয় টি-টোয়েন্টিতে দলে ফিরবেন বলে আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দ্বিতীয় বা তৃতীয় টি-টোয়েন্টিতে মোস্তাফিজ খেলবে। আমরা ওদের ইনজুরি নিয়ে চিন্তিত না। আমাদের স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী। কারণ আমরা মাত্রই সিরিজ জিতেছি।’

মোস্তাফিজ ছাড়াও লিটন দাস, সৌম্য সরকার এবং সাকিব আল হাসানের ইনজুরি সমস্যা রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পেশিতে টান পড়ায় ইনজুরিতে পড়েন সৌম্য সরকার এবং সাকিব আল হাসান। তবে তারা প্রথম ম্যাচ থেকেই দলে থাকবেন বলে আশাবাদী প্রধান নির্বাচক।

ইতিমধ্যে অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন তামিম। অপরদিকে অস্ট্রেলিয়ার দলের কোয়ারেন্টাইনের শর্ত অনুযায়ী থাকতে পারবেন না মুশফিক।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন এবং মোহাম্মদ মিঠুনকে দলের সাথে রেখেছে টিম ম্যানেজমেন্ট। মূলত ইনজুরির কারণে ছিটকে যাওয়া ক্রিকেটারদের বদলি হিসেবেই দলে সাথে আছেন তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিন্সের দায়িত্বে ‘খুশি’ বিসিবি, বাড়তে পারে চুক্তি

প্রিন্সের দায়িত্বে ‘খুশি’ বিসিবি, বাড়তে পারে চুক্তি

ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে যোগ দিচ্ছেন পৃথ্বী-সুরিয়া

ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে যোগ দিচ্ছেন পৃথ্বী-সুরিয়া

সুইডেন জাতীয় ক্রিকেট দলে এক বাংলাদেশি

সুইডেন জাতীয় ক্রিকেট দলে এক বাংলাদেশি

আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব নিয়ে খেলতে হয় : শামীম

আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব নিয়ে খেলতে হয় : শামীম