কষ্টের জয়ে অস্ট্রেলিয়ার স্বস্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ এএম, ০৮ আগস্ট ২০২১
কষ্টের জয়ে অস্ট্রেলিয়ার স্বস্তি

বাংলাদেশকে ১০৪ রানে আটকে রাখাতেই সিরিজে প্রথম জয় পেতে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এর মাঝে ইনিংসে চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে ৫ ছক্কায় অজিদের সংগ্রহ দাঁড়ায় ৪৫ রান। সেখান থেকে বাকি ৬০ রান নিতে অজিদের খেলতে হয়েছে ১৯তম ওভার পর্যন্ত। ৬ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম জয়ে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া থেকে রক্ষা পেল। এর আগে প্রথম তিন ম্যাচে হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া।

শনিবার (৭ আগস্ট) টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতে ৭ উইকেটে ১০৫ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল সফরকারীরা।

১০৫ রান তাড়া করতে নেমে প্রথম তিন ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৫ রান। তবে ইনিংসে চতুর্থ ওভারে হিসেব পাল্টে দেন অজি ব্যাটার ড্যান ক্রিস্টিয়ান। সাকিব আল হাসানের দ্বিতীয় ওভারে হাঁকান পাঁচ ছক্কা। ফলে চতুর্থ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৪৫ রান।

সাকিবের এক ওভারে ৩০ রান নিয়েও পরাজয়ের শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। পরবর্তী ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুকতে থাকে আগেই সিরিজ খোয়ানো সফরকারীরা।

দলের এমন পরিস্থিতিতে ব্যাট হাতে হাল ধরেন অ্যাশটন অ্যাগার। তার ব্যাটেই শেষ পর্যন্ত শঙ্কা দূর করে অস্ট্রেলিয়া। আট নম্বরে ব্যাট করতে নেমে অ্যাগারের ২৭ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে জয়ের সুবাস পায় তারা। সাকিবের এক ওভারে ৩০ এবং বাকি ৩ ওভারে আরও ২০ রানে স্বল্প পুঁজি নিয়েও লড়াই করা বাংলাদেশ শেষ পর্যন্ত হারের স্বাদ পায়।

দল হারলেও বল হাতে বরাবরের মতোই দুর্দান্ত ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। চার ওভার বল করে ৯ রান দিয়ে শিকার করেছেন দুটি উইকেট। নিজের বোলিং ফিগারে একটি মেডের ওভারও ছিল।

এর আগে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি বাংলোদেশও। ওপেনিং সৌম্য সরকারের ব্যর্থতার পর বাকিরাও ছিলেন একই পথের সাথী। ব্যাট হাতে ওপেনার মোহাম্মদ নাঈমের ২৮ (৩৬), সাকিবের ১৫ (২৬), আফিফের ২০ (১৭) এবং শেষ দিকে মেহেদী হাসানের ১৬ বলে ২৩ রানের ইনিংস ছাড়া বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিডে।

এছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান এবং শরিফুল ইসলাম ফিরেছেন খালি হাতে।

ম্যাচ সেরা হয়েছেন মিচেল সোয়াপসন। ব্যাট হাতে ভালো করতে না পারলেও এর আগে বল হাতে বাংলাদেশকে আটকে রাখতে বড় ভূমিকা রেখেছেন তিনি। চার ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৩টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১০৪/৯ (নাঈম ২৮, সাকিব ১৫, আফিফ ২১, মেহেদী ২৩, নাসুম ২*; হ্যাজেলউড ৪-০-২৪-২, অ্যাগার ৪-০-২৩-০, টাই ৩-০-১৮-৩, সোয়েপসন ৪-০১২-৩, হেনরিকেস ১-০-৫-০)।

অস্ট্রেলিয়া : ১৯ ওভারে ১০৫/৭ (ক্রিস্টিয়ান ৩৯, মার্শ ৫১, অ্যাগার ২৭, টাই ৪*; মেহেদী ৪-০-১৭-২, সাকিব ৪-০-৫০-০, নাসুম ৪-০-১৭-১, মোস্তাফিজ ৪-১-৯-২, শরিফুল ২-০-৮-১)।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্যোশাল মিডিয়ায় প্রসংশার বন্যা

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্যোশাল মিডিয়ায় প্রসংশার বন্যা

গুরুত্বপূর্ণ সময়ে ছেলেরা বুক চিতিয়ে লড়েছে : মাহমুদউল্লাহ

গুরুত্বপূর্ণ সময়ে ছেলেরা বুক চিতিয়ে লড়েছে : মাহমুদউল্লাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ‍সিরিজ জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ‍সিরিজ জয়

টি-টোয়েন্টি অভিষেকে প্রথম হ্যাটট্রিক, ইতিহাস গড়লো নাথান এলিস

টি-টোয়েন্টি অভিষেকে প্রথম হ্যাটট্রিক, ইতিহাস গড়লো নাথান এলিস