শেষ ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩০ এএম, ২০ অক্টোবর ২০২১
শেষ ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়

শেষ ওভারের নাটকে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে থাকা দলের অনুশীলন ম্যাচে কিউইদের ৩ উইকেটে হারিয়ে দিয়েছে অসিরা।

সোমবার (১৮ অক্টোবর) আবুধাবির টলারেন্স ওভাল মাঠে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে উপরের তিন ব্যাটার ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি । মার্টিন গাপটিল ৩০, ড্যারিল মিচেল ৩৩ ও অধিনায়ক কেন উইলিয়ামসন ৩৭ রান করেন।

শেষ দিকে ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন জেমস নিশাম। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কেন রিচার্ডসন ৩টি ও এডাম জাম্পা ২টি উইকেট নেন।

১৫৯ রানের টার্গেটে প্রথম বলেই ওপেনার ডেভিড ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। এরপর মিডল-অর্ডার ব্যাটাররা দলকে লড়াইয়ে রেখেছিলেন। তবে বড় ইনিংস খেলতে পারেননি কোন ব্যাটসম্যানই। এতে ১১৫ রানে ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ফলে ম্যাচ থেকে ছিটকে পড়ে অসিরা।

তবে সপ্তম উইকেটে অ্যাস্টন আগার ও মিচেল স্টার্ক ৩৬ রানের জুটি গড়ে ম্যাচে উত্তেজনা তৈরি করেন। ১৯তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ১৮ বলে ২৩ রান করেন আগার।

শেষ ওভারে জিততে ১৩ রানের প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। সেখানে জশ ইংলিস ২টি ও স্টার্ক ১টি চার মেরে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। স্টার্ক ১৩ ও ইংলিস ৮ রানে অপরাজিত থেকে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে অসিরা। ৭ উইকেট হারিয়ে তারা ১৫৯ রান করে।

২০ অক্টোবর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড স্কোয়াডে ইনজুরি, প্রথম ম্যাচে শঙ্কায় লিভিংস্টোন

ইংল্যান্ড স্কোয়াডে ইনজুরি, প্রথম ম্যাচে শঙ্কায় লিভিংস্টোন

সিনিয়রদের ব্যাটিংয়ে ক্ষুব্ধ বিসিবি সভাপতি

সিনিয়রদের ব্যাটিংয়ে ক্ষুব্ধ বিসিবি সভাপতি

নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের সহজ জয়

নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের সহজ জয়

দীর্ঘ দিনের পরিকল্পনায় বাংলাদেশ বধ : কোয়েটজার

দীর্ঘ দিনের পরিকল্পনায় বাংলাদেশ বধ : কোয়েটজার