পাপুয়া নিউগিনিকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ পিএম, ২১ অক্টোবর ২০২১
পাপুয়া নিউগিনিকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বের নিজেদের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জয় তুলে টিকে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে সুপার টুয়েলভ থেকে বাদ পড়ার শঙ্কা রয়েই গেছে! বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে আজ (বৃহস্পতিবার) পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে জিততে হবে। অন্যথায়, স্কটল্যান্ডের মতো অঘটন ঘটলে দেশের পথ ধরতে হবে মাহমুদউল্লাহদের।

মাস্কাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এর আগের দুটি ম্যাচ শুরু অনুষ্ঠিত হয়েছিল ফ্লাড লাইটের আলোয়।

ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে টাইগাররা। তবে নতুন দলের বিপক্ষেও মাঠে নামতে টাইগারদের খেলতে হচ্ছে বাঁচা-মরার লড়াইয়ে। এটা দেশের ক্রিকেট ইতিহাসে লজ্জারই বটে।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারের পর টুর্নামেন্টে বেকাদায় পড়ে যায় বাংলাদেশ। কঠিন হয়ে যায় টাইগারদের সুপার টুয়েলভে খেলার সমীকরণ। তবে দ্বিতীয় ম্যাচে ওমানকে ২৬ রানে হারিয়ে লড়াইয়ে ফিরে বাংলাদেশ।

ম্যাচ জয়ের পাশাপাশি বড় উদ্বেগের বিষয় রান রেটেও বেশ এগিয়েছে বাংলাদেশ। এক জয়ে দুই পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে তৃতীয়স্থানে আছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের রান রেট ০ দশমিক ৫০০ (০.৫০০)। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ওমান। তবে তাদের রান রেট বাংলাদেশের চেয়ে বেশি, ০ দশমিক ৬১৩। ওমানের বিপক্ষে ম্যাচের আগে রান রেটে আরও পিছিয়ে ছিল বাংলাদেশ।

দুই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপে টেবিলের শীর্ষে আছে স্কটল্যান্ড। তাদের রান ০ দশমিক ৫৭৫। প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় নিশ্চিত হয়েছে পাপুয়া নিউগিনির। বাংলাদেশের বিপক্ষে আজ হারলে তাদের ফিরতে হবে খালি হাতে।

এদিকে, ‘বি’ গ্রুপে বাংলাদেশের শীর্ষে থাকার সুযোগ থাকছে। পাপুয়া নিউ গিনিকে হারাতেই হবে এবং স্কটল্যান্ডের কাছে হারতে হবে ওমানকে। সেক্ষেত্রে রান রেটের হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে স্কটল্যান্ড। কারণ স্কটিশদের চেয়ে ভালো রান রেট ওমানের। যা বাংলাদেশের জন্য আর্শীবাদ।

বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাপুয়া নিউগিনিকেও হালকা করে দেখছে না বাংলাদেশ

পাপুয়া নিউগিনিকেও হালকা করে দেখছে না বাংলাদেশ

বাংলাদেশ ম্যাচের আগে রোমাঞ্চিত পাপুয়া নিউগিনি

বাংলাদেশ ম্যাচের আগে রোমাঞ্চিত পাপুয়া নিউগিনি

স্কটল্যান্ডের মতো অঘটন ঘটাতে চায় পাপুয়া নিউগিনি

স্কটল্যান্ডের মতো অঘটন ঘটাতে চায় পাপুয়া নিউগিনি

বিশ্বকাপের গ্রুপ সিডিং নিয়ে বিভ্রান্তি দূর করলো আইসিসি

বিশ্বকাপের গ্রুপ সিডিং নিয়ে বিভ্রান্তি দূর করলো আইসিসি