পাপুয়া নিউগিনিকেও হালকা করে দেখছে না বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৭ পিএম, ২১ অক্টোবর ২০২১
পাপুয়া নিউগিনিকেও হালকা করে দেখছে না বাংলাদেশ

একদিনের ব্যবধানে দুই ম্যাচ খেলে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসার কথা ছিল বাংলাদেশ দলের প্রতিনিধির। কিন্তু সময়মত অনুশীলন করেনি বাংলাদেশ। সাংবাদিকহীন অনুশীলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। সেখানে জানিয়েছেন, পাপুয়া নিউগিনিকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ।

তিনবার সময় পরিবর্তন করে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিক না থাকায় তাকে প্রশ্ন করেন ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মিডিয়া কর্মী কালাম ডেভিস।

সেখানেই অ্যাশওয়েল প্রিন্স বলেন, ‘আমরা ওদেরকে খাটো করে দেখছি না। ওরা বিশ্বকাপ খেলতে পেরে বেশ উচ্ছ্বসিত। ওরা জয়ের জন্য মাঠে নামবে। তাই আমাদের জন্য কঠিন এক ম্যাচ হতে যাচ্ছে।’

পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচের আগে তাদেরকে নিয়ে বিশ্লেষণ করা হয়েছে বলে জানান তিনি।

বলেন, ‘আমরা আমাদের প্রস্তুতি সেরে নিয়েছি। ওরা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভালো বোলিং করেছে। ওদের ভালো মানের কয়েকজন ব্যাটার আছে।’

ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাই তো পাপুয়া নিউগিনির বিপক্ষে দল আরও ভালো করবে বলে মনে করেন তিনি।

বলেন, ‘ওমান স্বাগতিক। ওদের বিপক্ষে ম্যাচটা কঠিন ছিল। আশা করি কাল (বৃহস্পতিবার) আরও ভালো করবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্কটল্যান্ডের মতো অঘটন ঘটাতে চায় পাপুয়া নিউগিনি

স্কটল্যান্ডের মতো অঘটন ঘটাতে চায় পাপুয়া নিউগিনি

বিশ্বকাপের গ্রুপ সিডিং নিয়ে বিভ্রান্তি দূর করলো আইসিসি

বিশ্বকাপের গ্রুপ সিডিং নিয়ে বিভ্রান্তি দূর করলো আইসিসি

বাংলাদেশ ম্যাচের আগে রোমাঞ্চিত পাপুয়া নিউগিনি

বাংলাদেশ ম্যাচের আগে রোমাঞ্চিত পাপুয়া নিউগিনি

দলের প্রয়োজনে একাদশের বাইরে থাকতে প্রস্তুত : মরগান

দলের প্রয়োজনে একাদশের বাইরে থাকতে প্রস্তুত : মরগান