হারিয়ে দিয়ে ভারতকে ইমরান খানের খোঁচা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৮ এএম, ২৮ অক্টোবর ২০২১
হারিয়ে দিয়ে ভারতকে ইমরান খানের খোঁচা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে এটাই প্রথম, বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানের কাছে ভারতের পরাজয়। এর আগের ১২ ম্যাচে সবগুলোতেই ভারতের কাছে হেরেছে পাকিস্তান।

বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের এমন দুর্দান্ত জয়ে খুশি দেশটির প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপ জয়ী ইমরান খান। একই সঙ্গে ভারতকে উদ্দেশ্য করে খোঁচা মারতে ভুল করেননি ইমরান খান। তিনি জানান, দুই দেশের মধ্যে সম্পর্ক মসৃণ করা প্রয়োজনীয় হয়ে উঠেছে। তবে এ মুর্হূতে সর্ম্পক গড়া সম্ভব নয়।

রিয়াদে পাকিস্তান-সৌদি বিনিয়োগ ফোরামের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান বলেন, ‘আমাদের সাথে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো। প্রতিবেশী দেশ ভারতের সাথেও সম্পর্ক উন্নত করা প্রয়োজন। তবে রোববার পাকিস্তান যেভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে দিয়েছে। তারপর পারস্পরিক আলোচনার জন্য এটা মোটেও ভালো সময় নয়।’

পাকিস্তান মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে নিজ বাড়িতেই ভারত-পাকিস্তান ক্রিকেট খেলা দেখেন ইমরান। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ভারতকে হারানোয় উচ্ছসিত ইমরানও। ম্যাচ শেষ হওয়ার সাথে-সাথে টুইটারে পাকিস্তান ক্রিকেট দলকে প্রশংসাও করেছেন তিনি।

দলের প্রশংসা করে টুইটারে ইমরান লিখেন, ‘পাকিস্তানের পুরো দলকে অভিনন্দন। বিশেষভাবে বাবর আজম, সামনে থেকে দুর্দান্ত নেতৃত্ব দেওয়ার জন্য। অসাধারণ পারফরমেন্স ছিল রিজওয়ান ও আফ্রিদির। দেশ তোমাদের জন্য গর্বিত।’

এদিকে, নিজেদের প্রথম ম্যাচে ভারকে হারিয়েই ক্ষান্ত হয়নি পাকিস্তান ক্রিকেট দল। প্রথম ম্যাচের ভারতকে ১০ উইকেটে হারিয়ে দেওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্ব আসরে ভারতকে হারিয়ে পাকিস্তানের ইতিহাস

বিশ্ব আসরে ভারতকে হারিয়ে পাকিস্তানের ইতিহাস

ঘোষণা দিয়েই কিউইদের বধ করলো পাকিস্তান

ঘোষণা দিয়েই কিউইদের বধ করলো পাকিস্তান

রশীদ-নবীদেরকে তালেবানের অভিনন্দন

রশীদ-নবীদেরকে তালেবানের অভিনন্দন

লিটন কেন বিশ্বকাপ দলে, বুঝতে পারছেন না ওয়াসিম আকরাম

লিটন কেন বিশ্বকাপ দলে, বুঝতে পারছেন না ওয়াসিম আকরাম