সেমি-ফাইনাল পরিচালনায় অফিসিয়ালদের নাম জানালো আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১০ নভেম্বর ২০২১
সেমি-ফাইনাল পরিচালনায় অফিসিয়ালদের নাম জানালো আইসিসি

সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা চূড়ান্ত করেছে আইসিসি। চার দলের দুটি সেমি-ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলের সুখ্যাত আম্পায়াররা।

সুপার টুয়েলভের ম্যাচ শেষে একদিন বিরতি দিয়ে বুধবার (১০ নভেম্বর) থেকে আবারও শুরু হচ্ছে বিশ্বকাপের লড়াই। প্রথম দিনের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনাল ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মারাইস ইরাসমাস ও কুমার ধর্মসেনা। এছাড়া তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন যথাক্রমে নিতিন মেনন এবং পল রাইফেল। আর ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুন।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে মাঠে গড়াবে বৃহস্পতিবার (১১ নভেম্বর)। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ওই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড কেটেলবোরো ও ক্রিস গ্যাফানি।

এছাড়া তৃতীয় আম্পায়ার হিসেবে জোয়েল উইলসন ও চতুর্থ আম্পায়ার হিসেবে রিচার্ড ইলিংওর্থ দায়িত্ব পালন করবেন। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন জেফ ক্রো।

মঙ্গলবার (৯ নভেম্বর) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এদিকে, সেমি-ফাইনাল দুই ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের নাম ও তালিকা জানালেও ফাইনাল ম্যাচের জন্য অপেক্ষা বাড়ানো হয়েছে। বলা হয়, দুটি মেসি-ফাইনাল শেষ হওয়ার পর ফাইনাল ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম জানানো হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের তৃতীয়, না-কি নিউজিল্যান্ডের প্রথম

ইংল্যান্ডের তৃতীয়, না-কি নিউজিল্যান্ডের প্রথম

ভারত-পাকিস্তান লড়াইয়ে ছিল রেকর্ড সংখ্যক দর্শক

ভারত-পাকিস্তান লড়াইয়ে ছিল রেকর্ড সংখ্যক দর্শক

বিশ্বকাপের ফাইনালে থাকছে গ্যালারি ভর্তি দর্শক

বিশ্বকাপের ফাইনালে থাকছে গ্যালারি ভর্তি দর্শক

ব্যর্থ বিশ্বকাপ শেষে বার্তা দিলেন কোহলি

ব্যর্থ বিশ্বকাপ শেষে বার্তা দিলেন কোহলি