নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৬ পিএম, ২০ নভেম্বর ২০২১
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত

বিশ্বকাপে ব্যর্থ হলেও ঘরের মাঠে নিউজিল্যান্ডকে পরাস্ত করলো রোহিত শর্মার নেতৃত্বধীন ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজে টানা দুই ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক ভারত।

শুক্রবার (১৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এ জয়ে সিরিজ নিশ্চিত করা ছাড়াও তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

রাঁচিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। উদ্বোধনী জুটিতে ৪ দশমিক ২ ওভারে ৪৮ রান তোলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল। প্রথম ব্যাটার হিসেবে ৩১ রান করে ফিরেন গাপটিল। ১৫ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কা মারেন গাপটিল। আরেক ওপেনার মিচেলও ৩১ রানে আউট হন।

এরপর মার্ক চাপম্যান ২১, গ্লেন ফিলিপস ৩৪ ও টিম সেইফার্টের ১৩ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ভারতের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা হার্সাল প্যাটেল ২৫ রানে ২ উইকেট নেন।

১৫৪ রানের টার্গেটে ভারতকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক রোহিত শর্মা। ১৩ দশমিক ২ ওভারে ১১৭ রান সংগ্রহ করেন তারা। এর মধ্যে ৬৫ রান ছিল রাহুলের। ৪৯ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

৩৬ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৫৫ রানে ফিরেন রোহিত। চার নম্বরে নামা সূর্যকুমার যাদব ১ রানে থামলেও ভেঙ্কটেশ আয়ার-ঋসভ পান্থ অপরাজিত ১২ রান করে ভারতের জয় নিশ্চিত করেন। নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি ১৬ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন অভিষেক ম্যাচ খেলতে নামা প্যাটেল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের স্টেডিয়ামে ফিরছে শতভাগ দর্শক

ভারতের স্টেডিয়ামে ফিরছে শতভাগ দর্শক

নিউজিল্যান্ডকে হারিয়ে দ্রাবিড়-রোহিত জুটির দারুণ শুরু 

নিউজিল্যান্ডকে হারিয়ে দ্রাবিড়-রোহিত জুটির দারুণ শুরু 

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

লিজেন্ড ক্রিকেট লিগের দায়িত্বে রবি শাস্ত্রী

লিজেন্ড ক্রিকেট লিগের দায়িত্বে রবি শাস্ত্রী