‘টপ-অর্ডারকে শুধু ব্ল্যাম দিলে হবে না, ইউনিট হিসেবে ভালো করতে হবে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০২ মার্চ ২০২২
‘টপ-অর্ডারকে শুধু ব্ল্যাম দিলে হবে না, ইউনিট হিসেবে ভালো করতে হবে’

সফররত আফগানিস্তানের বিপক্ষে টপ-অর্ডার ব্যাটারদের কাছ থেকে আশানুরূপ পারফরম্যান্স পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে টপ-অর্ডার ব্যর্থতার পর সপ্তম উইকেট জুটিতে জয় পেয়েছিল। শেষ ম্যাচে লিটন দাস ভালো করলেও বাকিদের ব্যাটিং ব্যর্থতায় নিতে হয়েছে হারের স্বাদ। তবে ব্যাটিং ব্যর্থতায় শুধুমাত্র টপ-অর্ডারদের দোষারোপ করতে চান না টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার চাওয়া, ব্যাটিং উইনিট হিসেবে ভালো করতে হবে।

তিন ম্যাচে ওয়ানডে সিরিজ শেষে বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের আগের দিন বুধবার (২ মার্চ) আনুষ্ঠানিক অনুশীন শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

তিনি বলেন, ‍“টপ-অর্ডারকে শুধু ব্ল্যাম দিলে হবে না। ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে হবে। কোন দিন টপ-অর্ডার হয়তো ভালো শুরু করবে না। তখন মিডল অর্ডার ওইটা কাভার করবে। হয়তো টপ-অর্ডার ভালো স্টার্ট করবে, সেটা ভালো বিল্ডআপ করতে হবে। আমার মনে হয় এটা টোটাল টিম গেম।”

মাহমুদউল্লাহ বলেন, “টি-টোয়েন্টিতে কনসিস্টেন্সিটা অনেক কঠিন। টিম ওয়াইজ আমরা যদি ভালো করতে পারি। ইনশা-আল্লাহ ভালো কিছু হবে। এক্সপেকটেশন অবশ্যই জেতার। টি-টোয়েন্টিতে যেটা আমি সব সময় বলি, যেকেউ যেকোন দিন দলকে জিতাতে পারে।”

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে রয়েছে আফগানিস্তান (৮)। এছাড়া দেশটির বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড খুব বেশি ভালো হয়। এখন পর্যন্ত ৬ বার মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে মাত্র ২ বার। বাকি চার ম্যাচেই জয় পেয়েছে আফগানরা।

তবে বাংলাদেশের দুটি জয়ই এসেছে ঘরের মাঠে। ২০১৪ সালে মিরপুরে ৯ উইকেটে এবং ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে ৪ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই হিসেবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে জয়ের আশায় দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সিরিজের প্রথম ম্যাচের আগে তিনি আরও বলেন, ‍“আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, যাতে কালকে (বৃহস্পতিবার) ম্যাচে ভালো করতে পারি। কালকের ম্যাচ নিয়েই ফোকাস করছি। আমাদের স্টার্টটা নিয়ে ফোকাস করছি। ইনশা-আল্লাহ আশা করি আমরা যদি ভালো স্টার্ট নিতে পারি, আমরা জিততে পারবো।”

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘ফ্যাসিলিটি সীমাবদ্ধতায়’ বাংলাদেশ সফর স্থগিত করলো আয়ারল্যান্ড

‘ফ্যাসিলিটি সীমাবদ্ধতায়’ বাংলাদেশ সফর স্থগিত করলো আয়ারল্যান্ড

মিরপুরে ফিরছে শতভাগ দর্শক, কোথায় পাবেন টিকিট

মিরপুরে ফিরছে শতভাগ দর্শক, কোথায় পাবেন টিকিট

চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই খেলতে হবে: নাজমুল হাসান

চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই খেলতে হবে: নাজমুল হাসান

হোয়াইটওয়াশ ‘দূরের বিষয়’, বড় হারে সিরিজ শেষ করলো বাংলাদেশ

হোয়াইটওয়াশ ‘দূরের বিষয়’, বড় হারে সিরিজ শেষ করলো বাংলাদেশ