টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন ফ্রান্সের গুস্তাভ ম্যাকেওন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৬ জুলাই ২০২২
টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন ফ্রান্সের গুস্তাভ ম্যাকেওন

ফ্রান্সের নাম শুনলে আপনার মাথায় হয়তো সবার আগে আসবে কিলিয়ান এমবাপে বা জিনেদিন জিদানের নাম। ফ্রান্স ক্রিকেটও খেলে এটাই হয়তো এখনো অনেকেরই অজানা!

অথচ ১৯৯৮ সাল থেকেই ফ্রান্স আইসিসির সহযোগী সদস্য। আর এবার তো ক্রিকেটের নতুন এক রেকর্ডের সঙ্গেই জুড়ে গেল ফরাসি ব্যাটার গুস্তাভ ম্যাকেওনের নাম।  

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান উপ-আঞ্চলিক বাছাইপর্ব টুর্নামেন্টের ম্যাচে ফিনল্যান্ডের টিককুরিলায় সোমবার (১৫ জুলাই) সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। 

সুইসদের বিপক্ষে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন গুস্তাভ। আর দ্বিতীয় ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ডবুকে নাম উঠে গেলো এই তরুণ ফরাসি ব্যাটারের। 

১৩ দেশ ঘুরবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

মাত্র ১৮ বছর ২৮০ দিন বয়সেই তুলে নিলেন টি-টোয়েন্টি সেঞ্চুরি। তিনি শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান নন, ফ্রান্সের ক্রিকেট ইতিহাসেরও প্রথম সেঞ্চুরিয়ান বটে! 

সুইসদের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রান তুলেছিল ফ্রান্স। যেখানে ১০৯ রানই এসেছে গুস্তাভের ব্যাট থেকে। মাত্র ৬১ বলে ৯ ছক্কা ও পাঁচ চারে এই ঝড়ো সেঞ্চুরি  করেছেন তিনি।  

sportsmail24

এর আগে অভিষেক ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও ব্যাট হাতে আক্রমণাত্মক ছিলেন গুস্তাভ। ৫৪ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে অভিষেক রাঙানো গুস্তাভ দ্বিতীয় ম্যাচেই গড়লেন বিশ্বরেকর্ড।  

এর আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড ছিল আফগানিস্থানের হযরতউল্লাহ জাজাইয়ের। ২০১৯ সালে মাত্র ২০ বছর ৩৩৭ দিন বয়সে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন আফগান ওপেনার। তিন বছরের মাথায় সেই রেকর্ড ভেঙে নিজের নামে লেখালেন ফরাসি ব্যাটার গুস্তাভ। 

ক্রান্তিকালে নেই বাংলাদেশ ক্রিকেট: সুজন

তবে গুস্তাভের রেকর্ড গড়ার দিনে দলীয় ফল পক্ষে আসেনি। সুইসদের বিপক্ষে ফরাসিরা হেরেছে এক উইকেটের ব্যবধানে। 

ম্যাচের একদম শেষ বলে গিয়ে হার নিশ্চিত হয় ফ্রান্সের। শেষ বলে সুইসদের জিততে চার রানের প্রয়োজন ছিল। ঠিক চার মেরেই ফরাসিদের হতাশায় ভাসান সুইস ব্যাটার আলী নায়ার।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

‘আইপিএলের শুরু থেকেই ক্রিকেটের শেষের শুরু হয়েছে’

‘আইপিএলের শুরু থেকেই ক্রিকেটের শেষের শুরু হয়েছে’

আয়ারল্যান্ডকে হারিয়ে রেকর্ডবুকে কিউই হ্যাটট্রিকম্যান ব্রেসওয়েল

আয়ারল্যান্ডকে হারিয়ে রেকর্ডবুকে কিউই হ্যাটট্রিকম্যান ব্রেসওয়েল

টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে জয়ের রেকর্ড সামারসেটের

টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে জয়ের রেকর্ড সামারসেটের

বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ