টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ড ফরাসি গুস্তাভ ম্যাকওনের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৮ জুলাই ২০২২
টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ড ফরাসি গুস্তাভ ম্যাকওনের

একদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছিলেন ফরাসি ব্যাটার গুস্তাভ ম্যাকওন। এবার আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন এই ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই একমাত্র ব্যাটার যিনি কি-না টানা দুই ম্যাচে করলেন সেঞ্চুরি।

বুধবার (২৭ জুলাই) নরওয়ের বিপক্ষে ১৮ বছর বয়সী গুস্তাভ ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন। এই ম্যাচে ৮ ছক্কা ও ৫ চারে খেলেন ১০১ রানের ঝড়ো ইনিংস। 

এতেই টানা দুই টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন গুস্তাভ ম্যাকওন। এর আগে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুইজারল্যান্ডের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কোনো ব্যাটার এখন পর্যন্ত টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকাতে পারেননি। তাই এই তালিকায় প্রথম ও একমাত্র ব্যাটার গুস্তাভ ম্যাকওন।

সেঞ্চুরির রেকর্ডের পাশাপাশি নতুন করে লিখেছেন ক্যারিয়ারের প্রথম তিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডও। ক্যারিয়ারের প্রথম তিন টি-টোয়েন্টি শেষে ম্যাকওনের রান ২৮৬! এর আগে এই রেকর্ড নিজের করে রাখা পর্তুগিজ ব্যাটার আজহার আনদানি করেছিলেন রেকর্ড ২২৭ রান।

২০২৪ যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের উপ-আঞ্চলিক বাছাইপর্ব খেলছে ফ্রান্স। সেখানেই নতুন সব রেকর্ড নিজের করে নিচ্ছেন ‘অখ্যাত’ ম্যাকওন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন ফ্রান্সের গুস্তাভ ম্যাকেওন

টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন ফ্রান্সের গুস্তাভ ম্যাকেওন

১৮ বছর পর প্রথম শ্রেণির এক ইনিংসে ৪’শ রান

১৮ বছর পর প্রথম শ্রেণির এক ইনিংসে ৪’শ রান

আয়ারল্যান্ডকে হারিয়ে রেকর্ডবুকে কিউই হ্যাটট্রিকম্যান ব্রেসওয়েল

আয়ারল্যান্ডকে হারিয়ে রেকর্ডবুকে কিউই হ্যাটট্রিকম্যান ব্রেসওয়েল

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান, এশিয়ার দ্রুততম বাবর

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান, এশিয়ার দ্রুততম বাবর