সিরিজ নির্ধারণী ম্যাচেও জিম্বাবুয়ের টস জয়, একাদশে মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০২ আগস্ট ২০২২
সিরিজ নির্ধারণী ম্যাচেও জিম্বাবুয়ের টস জয়, একাদশে মাহমুদউল্লাহ

সিরিজ জয়ের মিশনে তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক মোসাদ্দেক হোসেনের সৈকতের নেতৃত্বে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হারারেতে এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। ইনজুরির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টির পর ছিটকে গেছেন এই সিরিজের বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান। একাদশে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সোমবার (২ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে মাঠে সিরিজে নির্ধারণী ম্যাচে অধিনায়ক নুরুল হাসান সোহানকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। আঙুলের ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। ওয়ানডে সিরিজেও তার দেখা পাওয়া যাবে না। তার বদলি হিসেবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্কোয়াডে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। খেলছেন শেষ টি-টোয়েন্টিতে।

সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরি আক্রান্ত নুরুল হাসান সোহান ছাড়াও একাদশ থেকে বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার ও পেসার শরিফুল ইসলাম। এই তিনজনের বদলি হিসেবে একাদশে ঢুকেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন ইমন ও নাসুম আহমেদ।

এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন পারভেজ হোসেন ইমন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৭৬তম ক্রিকেটার পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশের মতো জিম্বাবুয়ে একাদশেও রয়েছে তিন পরিবর্তন। ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও তানাকা শিভাঙ্গার বদলি হিসেবে একাদশে ঢুকেছেন জন মাসারা, ভিক্টর নিয়াচি ও ব্রাড ইভান্স।

বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন ইমন, লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মাহেদি হাসান ও নাসুম আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ
রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভ্রে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গে, জন মাসারা, ভিক্টর নিয়াচি ও ব্রাড ইভান্স।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ

হাসানের বোলিংয়ে মুগ্ধ ডোনাল্ড

হাসানের বোলিংয়ে মুগ্ধ ডোনাল্ড

নিজেকে কখনোই অনিয়মিত বোলার ভাবি না: মোসাদ্দেক

নিজেকে কখনোই অনিয়মিত বোলার ভাবি না: মোসাদ্দেক

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন নুরুল হাসান সোহান

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন নুরুল হাসান সোহান