সিপিএলে সাকিবের শূন্য, জিতলো দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ এএম, ২২ সেপ্টেম্বর ২০২২
সিপিএলে সাকিবের শূন্য, জিতলো দল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে দুস্বপ্নের মতো শুরু হয়েছে সাকিব আল হাসানের, আউট হয়েছে শূন্য রানে। পরে বল হাতে এক উইকেট পেলেও খুব একটা সন্তোষজনক বোলিং হয়নি।

তবে সাকিব ভালো না খেললেও তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১২ রানের ব্যবধানে হারিয়েছে জ্যামাইকা তালাওয়াহসকে। টেবিলের তলানীতে থাকা গায়ানার চলতি আসরে এটা দ্বিতীয় জয়। 

সিপিএলে এবার প্রথম থেকে ছিলেন না সাকিব। বদলি খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন গায়ানা’তে। এবারের আসরে ধুঁকতে থাকা দলটি সাকিব যাওয়ার আগে পুরো আসরে মাত্র একটি ম্যাচই জিতেছিল।

বুধবার (২১ সেপ্টেম্বর) এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামেন সাকিব। চার নম্বরে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই জ্যামাইকা’র পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিমের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে শূন্য রানে ফিরতে হয় তাকে।

তিন নম্বরে নামা শাই হোপ ৪৫ বলে ৬০ রান করলেও বাকিদের ব্যর্থতায় এক পর্যায়ে ৯৮ রানেই সাত উইকেট হারিয়ে বসে দলটি। এরপর ওডেন স্মিথের ছয় ছক্কায় ১৬ বলে ৪২ রানের টর্নেডো ইনিংস ও কিমও পলের ১২ বলে ২৪ রানের সৌজন্যে ১৭২ রানের বড় সংগ্রহ পায় গায়ানা।

বোলিংয়েও শুরুটা ভালো হয়নি সাকিবের। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই ছক্কা হজম করেন তিনি। প্রথম তিন ওভারে একগাদা রান দিলেও শেষ ওভারে বেশ ভালো করেছেন সাকিব। নিজের চার ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ফ্যাবিয়েন অ্যালেনের উইকেট।

অন্যদিকে ওপেনিংয়ে নেমে ব্রেন্ডন কিং দুর্দান্ত সেঞ্চুরি করলেও সাকিবের দলের সঙ্গে পেরে ওঠেনি জ্যামাইকা। শেষ ওভারের তৃতীয় বলে আউট হওয়ার আগ পর্যন্ত লড়াই করেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর না পেরে ওঠায় সাকিবের দলের জয় নিশ্চিত হয় ১২ রানের ব্যবধানে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

আরব আমিরাতের বিপক্ষে অধিনায়ক সোহান, ফিরলেন সৌম্য

আরব আমিরাতের বিপক্ষে অধিনায়ক সোহান, ফিরলেন সৌম্য

নবির ব্যর্থতায় শীর্ষে ফিরলেন সাকিব

নবির ব্যর্থতায় শীর্ষে ফিরলেন সাকিব

ক্রিকেটের যেসব নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি

ক্রিকেটের যেসব নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি

পাকিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করাকে গর্বের বলছেন মঈন

পাকিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করাকে গর্বের বলছেন মঈন