বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫২ পিএম, ১৪ জুলাই ২০১৮
বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে বিশ্বকাপ নিশ্চিতের পর এবার বাছাইপর্বেও চ্যাম্পিয়নের মুকুট পরলো কয়েকদিন আগে এশিয়াকাপ জয়ী সালমারা।

নেদারল্যান্ডসের উট্রেক্টে শনিবার ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও বোলিং দিয়ে তা পুষিয়ে নিলেন বাংলার মেয়েরা। নিজেদের করা ১২২ রানের বিপরীতে আইরিশদের গুটিয়ে দিয়েছে ৯৭ রানে। আয়ারল্যান্ড বিপক্ষে ২৫ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।

বাংলাদেশের বোলারদের মধ্যে উজ্জ্বলতম ছিলেন পান্না ঘোষ। এবার বড় মঞ্চে আলো ছড়ালেন তিনি। বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে ফাইনালে এ পেসার নিয়েছেন ১৬ রানে ৫ উইকেট।

২০১৫ সালে ব্যাংককে বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এবার প্রতিশোধ নেয়ার পাশাপাশি অপরাজিত থেকে শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা।

এশিয়া কাপ শিরোপার অভাবনীয় সাফল্যের পর আয়ারল্যান্ডে সিরিজ জয়, এবার বাছাইপর্বের শিরোপা, দারুণ গতিতে ছুটছে বাংলাদেশের মেয়েদেরা।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২০ ওভারে ১২২/৯ (শামিমা ১৬, আয়েশা ৪৬, ফারজানা ১৭, নিগার ৫, জাহানারা ১২*, সালমা ৭, নাহিদা ১*; ইসোবেল ০/১৬, রিচার্ডসন ০/১৬, ম্যাটকাল্ফ ২/২৪, ও’রাইলি ৪/২৮, গার্থ ০/১৮, ডেলানি ১/১৯)।

আয়ারল্যান্ড : ১৯.৪ ওভারে ৯৭ (লুইস ২৬, রিচার্ডসন ২৩, শিলিংটন ১৪; জাহানারা ৩-০-১২-১, সালমা ৪-০-২৪-০, পান্না ৪-০-১৬-৫, নাহিদা ৩.৪-০-১৫-২, রুমানা ৩-১-১৪-২, ফাহিমা ১-০-১৩-০)।

ফলাফল : বাংলাদেশ ২৫ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : পান্না ঘোষ।


শেয়ার করুন :


আরও পড়ুন

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে জয়ে শুরু বাংলাদেশের

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে জয়ে শুরু বাংলাদেশের

পিছিয়ে যাচ্ছে বিপিএল, আসছে জিম্বাবুয়ে

পিছিয়ে যাচ্ছে বিপিএল, আসছে জিম্বাবুয়ে

বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের মেয়েরা

এবার ১৪৯ রানে অলআউট বাংলাদেশ

এবার ১৪৯ রানে অলআউট বাংলাদেশ