আরব আমিরাতকে নাস্তানাবুদ করে ভারতের বড় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫
আরব আমিরাতকে নাস্তানাবুদ করে ভারতের বড় জয়

চলমান এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বড় জয়ে শুরু করলো ভারত। আসরের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে ৯৩ বল বাকি রেখেই ৯ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত।

বুধবার (১০ সেপ্টেম্বর) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে ৫৭ রানে অলআউট যায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে কোন দলের এটিই দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান। জবাবে ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।

ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে ২২ বলে ২৬ রান তোলেন আলিশান শারাফু ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ১৭ বলে ২২ রান করা শারাফুকে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন পেসার জসপ্রিত বুমরাহ।

এরপর ভারতের স্পিনার কুলদীপ যাদব ও মিডিয়াম পেসার শিবম দুবের তোপে পড়ে ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে কোন দলের এটিই দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান।

সর্বনিম্ন দলীয় রানের রেকর্ডটি হংকংয়ের দখলে। ২০২২ সালে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ১০.৪ ওভারে ৩৮ রানে অলআউট হয়েছিল হংকং। তবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোন দলের এটিই সর্বনিম্ন রান।

ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ওয়াসিম। দলের বাকি ৯ জন ব্যাটারের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

ভারতের হয়ে কুলদীপ ৭ রানে ৪ উইকেট শিকার করেন। যার মধ্যে ছিল ইনিংসের নবম ওভারে ৩ রানে ৩ উইকেট। ৪ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন দুবে।

জয়ের জন্য ৫৮ রানের লক্ষ্যে নেমে ঝড়ো ব্যাটিংয়ে শুরু করেন অভিষেক শর্মা এবং শুভমান গিল। তবে জয় থেকে ১০ রান দূরে থাকতে (৪৮ রান) সাজঘরে ফিরেন অভিষেক শর্মা। ১৬ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রান করেন তিনি।

এরপর ৪.৩ ওভারে জয়ে দলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শুভমান গিল এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। শুভমান গিল ৯ বলে ২০ রানে এবং সূর্যকুমার যাদব ২ বলে ৭ রানে অপারজিত ছিলেন।

ম্যাচসেরা হয়েছেন ভারতের কুলদীপ যাদব। আরব আমিরাতকে ৫৭ রানে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ২.১ ওভারে ৭ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৪ উইকেট।



শেয়ার করুন :