বলিভিয়ার বিপক্ষে হতাশাজনক হার নিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করলো ব্রাজিল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ১৫০ মিটার উঁচুতে স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে গেছে ব্রাজিল। এ জয়ে বিশ্বকাপ খেলার আশা টিকিয়ে রাখলো বলিভিয়া।
বুধবার (১০ সেপ্টেম্বর) বলিভিয়ার মাঠে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল ব্রাজিল। চাপে পড়ে ব্রাজিল ভুলটা করে বসে বিরতিতে যাওয়ার আগে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে (৪৫+৪ মিনিট) ফাউল করে বসে ব্রুনো গিমারেস।
ভিএআরে সাহায্যে ফাউল ধরা পড়লে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিক বলিভিয়া। সেখানে স্পটকিক থেকে কোন ভুল করেননি মিডফিল্ডার মিগুয়েল তেরকোরেস। সুযোগ দারুণভাবে কাজে লাগিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আক্রমণে ফেরার চেষ্টা করলেও জ্বলে উঠতে পারেনি ব্রাজিল। উল্টো নিজেদের আরও ভুলে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল বলিভিয়া।
নিজেদের মাঠে ম্যাচটিতে প্রতিপক্ষ ব্রাজিলের জালে ২৩বার বল পাঠিয়েছে। যার মধ্যে টার্গেট শট ছিল ১০টি। বিপরীতে ব্রাজিলের নেওয়া ১০টি শটের মধ্যে টার্গেট ছিল ৩টি।
খেলায় অবশ্য তেমন প্রাণ ছিল না। দুই দলই ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বেশ হিমশিম খাচ্ছিল। ম্যাচের বাকি সময়েও দৃশ্যপট আর না বদলানোয় শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। ১-০ গোলের জয় নিয়ে মাঠে উদযাপন করে বলিভিয়ার খেলোয়াড়রা।
ব্রাজিলকে হারিয়ে ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে এখন তারা আন্তঃমহাদেশীয় প্লে-অফে খেলবে।
অন্যদিকে, বলিভিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করা ব্রাজিল ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকলো। আর শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্টে ৩৮।
এছাড়া ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর এবং ব্রাজিলে সমান ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ বাছািইপর্ব শেষ করেছে কলম্বিয়া। একই সমান ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ এবং ষষ্ট স্থানে রয়েছে যথাক্রমে উরুগুয়ে এবং প্যারাগুয়ে।