পাকিস্তানে সাকিব-মুশফিককে মিস করবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ এএম, ২০ জানুয়ারি ২০২০
পাকিস্তানে সাকিব-মুশফিককে মিস করবে বাংলাদেশ

নিরাপত্তার শঙ্কায় পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় পাকিস্তান সফরে যাচ্ছেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে তাকে বাদ রেখে টি-টোয়েন্টি সিরিজে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পাকিস্তান সফরে ইনফর্ম মুশফিককে দল মিস করবে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মুশফিক শুধুমাত্র দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানই নন, অভিজ্ঞ ও টি-টোয়েন্টি ক্রিকেটের অনতম্য সেরা খেলোয়াড়। গত নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ে প্রধান ভূমিকা ছিল তার। আর সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মুশফিক। বিপিএলে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ৯৮ রানও করেছেন তিনি।

বিসিবি প্রধান বলেন, ‘আমাদের মিডল-অর্ডারে সাকিব আল হাসান নেই। আর এখন মুশফিকও নেই। আমরা সিরিজে তাকে অনেক বেশি মিস করব। সে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং যেমন দায়িত্ব সে সব সময় পালন করেছে। এ বিপিএলে প্রমাণ করেছেন তিনিই সেরা। যদি আমরা সেভাবে চিন্তা করি, তবে তাকে আমরা খুব বেশি মিস করব। সাকিবও দলে নেই। এটা দুঃখজনক যে, আমরা তাদের দু’জনকেই মিস করব।’
sportsmail24
ভারতীয় জুয়াড়ির প্রস্তাব ফিরিয়ে দিলেও তথ্য গোপন করার অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে ক্রিকেট দলের ও বিশ্বসেরা অলরাউর্ডার সাকিব আল হাসান। ফলে বঙ্গবন্ধু বিপিএলে খেলতে পারেননি সাকিব, খেলতে পারবেন না পাকিস্তান সফরেও। সাকিব-মুশফিক ছাড়া পাকিস্তান সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দল প্রতিদ্বন্দিতা গড়ে তুলবে এবং সিরিজ জিতবে বলে মনে করেন পাপন। বলেন, ‘তারপরও আমরা বিশ্বাস করি, সিরিজে দারুণ প্রতিন্দ্বন্দ্বিতা হবে। তারাও (পাকিস্তান) আমাদের কাছ থেকে লড়াই আশা করছে। বাংলাদেশের জেতা উচিত।’


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানে তামিমদের নিরাপত্তায় থাকবে ১০ হাজার পুলিশ

পাকিস্তানে তামিমদের নিরাপত্তায় থাকবে ১০ হাজার পুলিশ

এর চেয়ে বড় পাপ আমার কাছে নেই : মুশফিক

এর চেয়ে বড় পাপ আমার কাছে নেই : মুশফিক

পাকিস্তান সফরে নেতৃত্বে মাহমুদউল্লাহ, একমাত্র চমক হাসান

পাকিস্তান সফরে নেতৃত্বে মাহমুদউল্লাহ, একমাত্র চমক হাসান

পাকিস্তান যেতে ‘বাধ্য হওয়ার’ কারণ জানালেন পাপন

পাকিস্তান যেতে ‘বাধ্য হওয়ার’ কারণ জানালেন পাপন