ভারত বধে অস্ট্রেলিয়া মেয়েদের পঞ্চম শিরোপা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৮ মার্চ ২০২০
ভারত বধে অস্ট্রেলিয়া মেয়েদের পঞ্চম শিরোপা

ছবি : আইসিসি

আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২০ ফাইনালে ভারতীয় মেয়েদের ৮৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়ার মেয়েরা। এ নিয়ে পঞ্চমবারের মত শিরোপা জিতলো অস্ট্রেলিয়া।

টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে অস্ট্রেলিয়ার মেয়েরা। জয়ের জন্য ১৮৫ রানের লক্ষে খেলতে নেমে ১৯.১ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট হয় ভারতের মেয়েরা।

১৮৫ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের ১ম ওভারেই শেফালি ভার্মাকে হারায় ভারত। শেফালির বিদায়ের পর আঘাত পেয়ে তানিয়া মাঠ ছাড়লে আরও বিপর্যয়ে পড়ে ভারতের মেয়েরা। তানিয়া উঠে যাওয়ার স্মৃতি মান্ধানা ১১ রান করে বিদায় নিলে ভারতের মেয়েদের বিশ্বকাপ জয়ের স্বপ্নে ধুলো জমতে শুরু করে।

মাত্র ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ভারত যখন ঢুঁকছে তখনই প্রতিরোধ গড়ার চেষ্টা করেন দীপ্তি শর্মা ও কৃষ্ণামূর্তি। তবে তাদের এ জুটি বড় হতে দেননি কিমিন্স। কৃষ্ণামূর্তি ১৯ রান করে ফিরে গেলে ভাঙে তাদের দুজনের ২৮ রানের জুটি। দীপ্তি শর্মা ৩৩ আর রিচা ১৮ রান করে আউট হলে আর কেউ দাঁড়াতে পারেনি ব্যাট হাতে। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট হয় ভারতের মেয়েরা। আর তাতেই প্রথমবারের মত বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়।
sportsmail24
অজিদের হয়ে ১৮ রানে ৪ উইকেট নেন স্কট, ২০ রানে ৩ উইকেট নেন জনাসেস আর ১টি করে উইকেট নেন ক্যারি, কিমেন্সে ও মলিনেক্স।

শুরুতেই টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলতে থাকে দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। পাওয়ার প্লের ৬ ওভারেই কোন উইকেট না হারিয়ে ৪৯ রান তুলে এই দুই ব্যাটসম্যান। পাওয়ার প্লে শেষ হলে ৩০ বলে অর্ধ-শতক তুলে নেন হিলি। অর্ধ-শতক তুলে নিয়ে আরও বেশি আক্রমণাত্মক হয়ে পড়ে হিলি।

আর তাতেই বিশ্বকাপের ফাইনালে যেকোন উইকেট জুটিতে প্রথমবারের মত শতরানের জুটি দেখে বিশ্ব। আক্রমণাত্মক খেলতে গিয়ে ব্যক্তিগত ৭৫ রানে পূনম যাদবের বলে আউট হন হিলি। হিলির বিদায়ের পর অর্ধশতকের দেখা পান মুনিও। লেনিং ১৬ রান করে আউট হলে আর কেউ দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৭৫ রানে অপরাজিত থাকেন মুনি আর নির্ধারিত ২০ ওভারে অজি মেয়েরা ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৪ রান। ৩৮ রানে ২টি উইকেট নেন দীপ্তি।

স্কোরকার্ড:

অস্ট্রেলিয়া : ১৮৪/৪ (ওভার ২০) মুনি ৭৫*, হিলি ৭৩, দীপ্তি ২/৩৮

ভারত: ৯৯/১০ (ওভার ১৯.১) দীপ্তি ৩৩, স্কট ৫/১৮


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন ক্যাপ্টেনের জন্য চ্যালেঞ্জ দেখছেন মাহমুদউল্লাহ

নতুন ক্যাপ্টেনের জন্য চ্যালেঞ্জ দেখছেন মাহমুদউল্লাহ

মুশফিককে নিয়ে পিএসএলে আলোচনা

মুশফিককে নিয়ে পিএসএলে আলোচনা

মাশরাফি একজন হিরো: রাজা

মাশরাফি একজন হিরো: রাজা

টাইগাদের নতুন নেতা নির্বাচনে বৈঠকে বসছে বিসিবি

টাইগাদের নতুন নেতা নির্বাচনে বৈঠকে বসছে বিসিবি