বিশ্বকাপ না হলে অক্টোবর-নভেম্বরে আইপিএল!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৭ এপ্রিল ২০২০
বিশ্বকাপ না হলে অক্টোবর-নভেম্বরে আইপিএল!

করোনাইভাইরাসের কারণে বিশ্বকাপ নিয়ে শঙ্কা রয়েছে। ইতোমধ্যে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ সঠিক সময়েই হবে। কিন্তু বিশ্বকাপ যদি ওই সময় না হয়, তবে আইপিএল আয়োজনের চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা আইএএনএস-কে জানিয়েছেন, ‘যদি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজনের চিন্তা-ভাবনা করা হচ্ছে।’

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই মূর্হুতে পরিস্থিতি কঠিন। সবকিছুই লকডাউন। অস্ট্রেলিয়া সাফ জানিয়েছে, ছয় মাস কাউকে তাদের দেশে ঢুকতে দিবে না। হয়তো পরিস্থিতি এর মধ্যে স্বাভাবিক হতেও পারে। যদি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয় এবং অবস্থার উন্নতি হয় তাহলে অক্টোবর-নভেম্বর আইপিএল আয়োজনের সেরা সময়।’

১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার সূচি রয়েছে। প্রথম রাউন্ড পেরিয়ে মূল প্রতিযোগিতায় খেলতে হবে বাংলাদেশকে। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। গ্রুপের সেরা হলেই পরের রাউন্ডে খেলতে পারবে বাংলাদেশ।

প্রাণঘাতী এই করোনার প্রাদুর্ভাবে এরই মধ্যে ইউরো, কোপা আমেরিকা, অলিম্পিকের মতো বড় বড় আসর পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবদী আইসিসি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে স্থগিত হয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপও।



শেয়ার করুন :


আরও পড়ুন

নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী আইসিসি

নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী আইসিসি

বিপিএলের দিকে তাকিয়ে বিসিবি

বিপিএলের দিকে তাকিয়ে বিসিবি

অভিমানে অবসরে গেলেন অজি স্পিনার

অভিমানে অবসরে গেলেন অজি স্পিনার

যেকোন উপায়ে আইপিএল চায় ফ্র্যাঞ্চাইজিগুলো

যেকোন উপায়ে আইপিএল চায় ফ্র্যাঞ্চাইজিগুলো