প্রিমিয়ার লিগে আরও দু’জনের করোনা শনাক্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৬ এএম, ১৬ জুন ২০২০
প্রিমিয়ার লিগে আরও দু’জনের করোনা শনাক্ত

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নতুন করে আরও দুজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে নিশ্চিত করেছেন ক্লাবের এক মুখপাত্র। এর মধ্যে একজন লিগ টেবিলের তলানির দল নরউইচ সিটির খেলোয়াড়। আর অপরজনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

ক্লাবের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘সদ্য কোভিড-১৯ পরীক্ষায় নরউইচ সিটির একজন খেলোয়াড়ের দেহে পজিটিভি কেস পাওয়া গেছে। প্রিমিয়ার লিগের প্রোটোকল অনুযায়ী ওই খেলোয়াড়কে পুনরায় পরীক্ষার আগে সাত দিনের জন্য সেলফ আইসোলেশনে পাঠানো হবে।’

গোপনীয়তার স্বার্থে খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি নরউইচ। আগামী ১৯ জুন সাউদাম্পটনের বিপক্ষে নরউইচ সিটি মাঠে নামার কথা রয়েছে। করোনা মহামারী কাটিয়ে আগামী ১৭ জুন থেকে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ। প্রথম দিনই মাঠে নামছে অ্যাস্টন ভিলা-শেফিল্ড ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি-আর্সেনাল।

বৃহস্পতিবার (১১ জুন) ও শুক্রবার (১২ জুন) পরিচালিত ১২০০ পরীক্ষার মধ্যে ওই খেলোয়াড় ও নাম প্রকাশ না করা ব্যক্তিটির দেহেই শুধুমাত্র কোভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রিমিয়ার লিগে এ পর্যন্ত সর্বমোট ৮৬৮৭টি পরীক্ষার মধ্যে নতুন দুটিসহ ১৬টি পজিটিভ কেস নিশ্চিত হয়েছে। আগের চার ধাপের পরীক্ষায় মাত্র দুটি পজিটিভ কেস এসেছিল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জুলাইয়ে আসতে পারে ম্যানসিটির আপিলের রায়

জুলাইয়ে আসতে পারে ম্যানসিটির আপিলের রায়

এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ডেলে আলি

এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ডেলে আলি

ফুটবলে অধিক সংখ্যক কৃঞ্চাঙ্গ কোচ চান স্টার্লিং

ফুটবলে অধিক সংখ্যক কৃঞ্চাঙ্গ কোচ চান স্টার্লিং

প্রীতি ম্যাচেও ছাড় দেয়নি আর্সেনাল

প্রীতি ম্যাচেও ছাড় দেয়নি আর্সেনাল