২০২৪ পর্যন্ত পর্তুগালের কোচ থাকছেন স্যান্টোস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ পিএম, ১৮ জুন ২০২০
২০২৪ পর্যন্ত পর্তুগালের কোচ থাকছেন স্যান্টোস

জাতীয় দলের দায়িত্বের মেয়াদ বাড়িয়েছেন পর্তুগালের প্রধান কোচ ফার্নান্দো স্যান্টোস। ফলে ২০২৪ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ পর্যন্ত জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে বহাল থাকছেন তিনি। পর্তুগাল ফুটবল ফেডারেশন এ তথ্য নিশ্চিত করেছে।

২০১৪ বিশ্বকাপের পর প্রধান কোচের দায়িত্ব নিয়ে পর্তুগাল দলকে দারুণ সফলতা এনে দিয়েছেন স্যান্টোস। এ সময় ইউরো ২০২৬ শিরোপার পাশপাশি গত বছর নেশন্স লিগের শিরোপাও ঘরে তুলেছে পর্তুগাল।

দুই বছর আগে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উন্নীত হয়েছিল পর্তুগাল। তবে শেষ ষোলর লড়াইয়ে উরুগুয়ের কাছে হেরে বিদায় নেয়।

নতুন মেয়াদে ৬৫ বছর বয়সি এ কোচ স্থগিত হয়ে যাওয়া ইউরোপীয় চ্যাম্পিয়নশীপেও দলকে দেখভাল করবেন। যেটি ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে ২০২২ কাতার বিশ্বকাপেও তার নেতৃত্বে অংশগ্রহণ করবেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।

ফেডারেশনের সভাপতি ফার্নান্দো গোমেজ বলেছেন, ‘এটি ছিল একটি সহজ ব্যাপার। আমরা ইউরোপীয় চ্যাম্পিয়নদের চুক্তি নবায়ন করেছি। তিনি (স্যান্টোস) হচ্ছেন একজন বিজয়ী।’


শেয়ার করুন :


আরও পড়ুন

জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন নাপোলি

জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন নাপোলি

রোনালদোর পেনাল্টি মিস, তবুও ফাইনালে জুভেন্টাস

রোনালদোর পেনাল্টি মিস, তবুও ফাইনালে জুভেন্টাস

এক দশকে রোনালদোর সবচেয়ে কম গোল

এক দশকে রোনালদোর সবচেয়ে কম গোল

পর্তুগালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল!

পর্তুগালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল!