বান্ধুবীর সাথে টিকটিক করে বাদ পড়লেন ফুটবলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১০ এএম, ২৭ জুন ২০২০
বান্ধুবীর সাথে টিকটিক করে বাদ পড়লেন ফুটবলার

এ যেন নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা। দলের পরাজয়ে মনঃক্ষুণ্ণ না করে বরং পরাজয়ের একটু পরেই বান্ধুবীর সাথে মেতেছেন টিকটক ভিডিও বানানোর কাজে। আর তাতে ক্লাবের রোষানলে পড়ে মৌসুম শেষ হওয়ার আগেই চুক্তি হারালেন ইতালিয়ান ক্লাব রোমার ফুটবলার মিরকো আনতনুচ্চি।

তবে রোমা থেকে নয়, মিরকো বাদ পড়েছেন পর্তুগিজ ক্লাব ভিতোরিয়া সেতুবাল থেকে। চলতি বছরের শুরুতে মিরকোকে ধারে ভিতোরিয়ায় পাঠিয়েছিল রোমা। কিন্তু পুরো মৌসুম সেখানে শেষও করতে পারলেন না মিরকো। এর আগেই তার সঙ্গে চুক্তি বাতিল করেছে ভিতোরিয়া, ফেরত পাঠিয়েছে ইতালিয়ান ক্লাব রোমায়।

গত শনিবারের পর্তুগিজ লিগের ম্যাচে ভোয়াবিস্তার কাছে ৩-১ গোলে হেরেছিল ভিতোরিয়া। ক্লাবের সবাই যখন সেই পরাজয়ের কারণ খুঁজতে ব্যস্ত, তখন মিরকো সময় কাটাচ্ছেন বান্ধবীর সঙ্গে টিকটক বানাতে। পরে সেই টিকটক ভিডিও আপলোড করতেই পড়েছেন ক্লাবের রোষানলে।

ভিতোরিয়া কোচ হুলিও ভেলাজকুয়েজ বলেন, মিরকো আনতনুচ্চি এখন থেকে আর ভিতোরিয়ার খেলোয়াড় নয়। তার মূল ক্লাব রোমাকেও জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের মধ্যকার চুক্তি শেষ। আমরা এমন কোন খেলোয়াড়ের ওপর আস্থা রাখি না যে আমাদের সমর্থক এবং ক্লাবের ইতিহাসের প্রতি সম্মান দেখায় না। এই ক্লাবের জার্সি পরা মানে পুরো ২৪ ঘণ্টা ক্লাবের প্রতি দায়বদ্ধ থাকে।

মিরকোকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি আরও যোগ করেন, এখানে জটিলতার কিছু নেই। পরিস্থিতিটা খুবই সহজ। ক্লাব, ম্যানেজম্যান্ট, টেকনিক্যাল টিম এবং অন্যান্য স্টাফরা একমত হয়েছে যে, একজন ধারে আসা খেলোয়াড়ের কাছ থেকে আমরা যেমনটা চাই, ঠিক তেমনটা পাইনি। আমাদের সমর্থকরাও এমনটা প্রাপ্য নয়।

ভিতোরিয়ার কাছ থেকে তিরস্কৃত হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন মিরকো। ইনস্টাগ্রামে তিনি বলেছেন, আমি নিজের ভুল বুঝতে পারছি। ক্লাব, সমর্থক, ম্যানেজার এবং আমার সতীর্থ যারা দুঃখ পেয়েছেন, তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরে যাচ্ছি আমি। এখন থেকে আমাকে শুধু সেতুবাল জার্সিতেই ঘাম ঝড়াতে দেখবেন। ভিতোরিয়ার জয় হোক।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ডেভিড লুইজকে ধরে রাখলো আর্সেনাল

ডেভিড লুইজকে ধরে রাখলো আর্সেনাল

বার্সেলোনাকে হটিয়ে আবারও শীর্ষে রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে হটিয়ে আবারও শীর্ষে রিয়াল মাদ্রিদ

হাঁটুর ইনজুরিতে আগুয়েরো

হাঁটুর ইনজুরিতে আগুয়েরো

বার্সেলোনা-মেসির চুক্তির মূল শর্তে সমঝোতা

বার্সেলোনা-মেসির চুক্তির মূল শর্তে সমঝোতা