চ্যাম্পিয়ন্স লিগ খেলতে সর্বোচ্চ পয়েন্ট চান ইউনাইটেড কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ পিএম, ০৯ জুলাই ২০২০
চ্যাম্পিয়ন্স লিগ খেলতে সর্বোচ্চ পয়েন্ট চান ইউনাইটেড কোচ

২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে হলে ম্যানচেস্টার ইউনাইটেডকে লিগের বাকি সব ম্যাচে জয়লাভ করতে হবে বলে মনে করেন দলটির কোচ ওলে গুনার সুলশার। সামনে তাদের এখন ৫টি ম্যাচ রয়েছে।

মঙ্গলবার প্রিমিয়ার লিগের ম্যাচে লিস্টার সটিরি সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। ফলে বৃহস্পতিবার এ্যাস্টনভিলা সফর করতে যাওয়া ইউনাইটেডের শীর্ষ চারে থেকে লিগ শেষ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

এ মুহূর্তে লিস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে পিছে থেকে পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ইউনাইটেড। তবে লিস্টারের চেয়ে একটি ম্যাচ বেশি রয়েছে রেড ডেভিলসদের।

এদিকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত ২ বছরের জন্য ইউরোপীয় নিষেধাজ্ঞার আওতায় থাকায় পঞ্চম অবস্থানে থেকেও আগামী মৌসুমের ইউরোপীয় আসরে খেলার সুযোগ রয়েছে ইউনাইটেডের।

সুলশার বলেন, সামনে কী ঘটবে তা কেউ জানে না। পয়েন্ট তারিকায় আমাদের চারপাশে থাকা দলগুলোও বেশ ভালো খেলছে। তাই এখন থেকে আমাদের মনোযোগ থাকবে একটি একটি করে ম্যচ জয়ের দিকে।

তিনি আরও বলেন, যদি প্রতিটি ম্যাচে এভাবে জয়লাভ করতে পারি, তাহলে আমরা শীর্ষ চারে ঢুকে যেতে পারব। তখন অন্য কারো উপর আমাদের নির্ভর করতে হবে না। নিজেদের জন্যই আমাদেরকে এটি করতে হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চার ম্যাচের জন্য নিষিদ্ধ টটেনহ্যাম ফুটবলার

চার ম্যাচের জন্য নিষিদ্ধ টটেনহ্যাম ফুটবলার

রোমাঞ্চকর জয়ে তিনে উঠলো চেলসি

রোমাঞ্চকর জয়ে তিনে উঠলো চেলসি

বিরোধীতা সত্ত্বেও লিগ শুরু করছে ব্রাজিল

বিরোধীতা সত্ত্বেও লিগ শুরু করছে ব্রাজিল

আল-সাদেই থাকছেন জাভি

আল-সাদেই থাকছেন জাভি