বিরোধীতা সত্ত্বেও লিগ শুরু করছে ব্রাজিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৮ জুলাই ২০২০
বিরোধীতা সত্ত্বেও লিগ শুরু করছে ব্রাজিল

করোনাভাইরাসের কারণে চলতি বছরের মার্চে বন্ধ যায় সবধরনের খেলাধুলা। তবে ইতোমধ্যেই মাঠে ফিরেছে ইউরোপীয়ান ফুটবল লিগগুলো। আর তাই ৯ আগস্ট থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলা পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে ব্রাজিলিয় ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যদিও এর বিরোধীতা করছে আঞ্চলিক কর্তৃপক্ষগুলো।

সোমবার (৬ জুলাই) কনফেডারেশন জানায়, ২০ দলের দ্বিতীয় বিভাগের খেলা শুরু হবে এর একদিন আগে। রিও ডি জেনিরোতে দেশটির শুধুমাত্র একটি মাত্র চ্যাম্পিয়নশিপ এ পর্যন্ত শুরু করা হয়েছে। তাও আবার সমালোচনা সহ্য করে। কারণ দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে ৬৫ হাজার মানুষ। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

সাও পাওলোর গভর্নর জোয়াও ডরিয়া সোমবার (৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রদেশের দলগুলো জাতীয় টুর্নামেন্টে অংশ নিবে না। তিন রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর করোনার কারণে মার্চের মধ্যভাগে স্থগিত হয়ে গেছে আঞ্চলিক প্রতিযোগিতা।

ডরিয়া বলেন, ‘সিবিএসের সিদ্ধান্ত অনুযায়ী ৯ আগস্ট শুরু হচ্ছে , কিন্তু এ বিষয়ে প্রাদেশিক সরকারের সঙ্গে কোন আলোচনা করা হয়নি।’

এর জবাবে সিবিএফ তাদের ওয়েবসাইটে বলেছে, ‘সাও পাওলোসহ ২০ ক্লাবের ১৯টিই টুর্নামেন্ট শুরুর পক্ষে ভোটের মাধ্যমে সম্মতি দিয়েছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চার গোলে বার্সার দুর্দান্ত জয়, গোলশূন্য মেসি

চার গোলে বার্সার দুর্দান্ত জয়, গোলশূন্য মেসি

ম্যানসিটি নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসবে বিশ্বাস গার্দিওলার

ম্যানসিটি নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসবে বিশ্বাস গার্দিওলার

আর্মেনিয়ার পাঁচ ফুটবল ক্লাব নিষিদ্ধ

আর্মেনিয়ার পাঁচ ফুটবল ক্লাব নিষিদ্ধ

শিরোপা জিতলেও বোনাস পাবে না রিয়ালের ফুটবলাররা

শিরোপা জিতলেও বোনাস পাবে না রিয়ালের ফুটবলাররা