চ্যাম্পিয়নস লিগ জিততে বার্সেলোনা-রিয়ালের সামনে কঠিন পথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৯ এএম, ১১ জুলাই ২০২০
চ্যাম্পিয়নস লিগ জিততে বার্সেলোনা-রিয়ালের সামনে কঠিন পথ

করোনা পরবর্তী সময়ে লা লিগা, সিরি-এ ও বুন্দেসলিগার মতো লিগগুলো মাঠে ফিরলে এভখন পর্যন্ত মাঠে ফিরেনি উয়েফা চ্যাস্পিয়নস লিগ। তবে চ্যাম্পিয়নস লিগ মাঠে ফেরাতে ইতোমধ্যে ভেন্যু ও সময়সীমা বেঁধে দিয়েছে উয়েফা। শেষ ষোলো’র ফিরতি ম্যাচ চারটি স্বাগতিকদের ভেন্যুতে হলেও শেষ আটসহ বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে পর্তুগালের লিসবনে।

শেষ ষোলো’র এখনও চার ম্যাচ বাকি থাকলেও শুক্রবার (১০ জুলাই) কোয়ার্টার ফাইনালের ড্র করে উয়েফা। যেখানে চূড়ান্ত হয়েছে শেষ ষোলো’র চার ম্যাচ শেষে কে কার বিপক্ষে খেলবে শেষে আটে। যেখানে চ্যাম্পিয়নস লিগ জিততে বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পরস্পরের মুখোমুখি হতে পারে বার্সেলোনা ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শেষ আটের ড্র দেখে অন্তত তেমনটাই মনে হচ্ছে। যদিও দুই দলেরই বাকি আছে শেষ ষোলো’র ফিরতি লেগের ম্যাচ।

বায়ার্ন মিউনিখ অ্যাওয়ে ম্যাচে চেলসিকে ৩-০ গোলে হারিয়ে এগিয়ে থাকলেও বার্সেলোনা ১-১ গোলে ড্র করেছে নাপোলির সঙ্গে। তাই শেষ আটে স্থান পেতে তাদেরকে নিজেদের মাঠে অবশ্যই জয় পেতে হবে নাপোলির বিপক্ষে।

এদিকে অন্য কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটি প্রতিদ্বন্দ্বীতা করবে জুভেন্টাস কিংবা লিয়’র। শেষ ষোলো’র ফিরতি লেগে সিটির মাঠে খেলতে যাবে রিয়াল আর জুভেন্টাস খেলবে লিয়’র বিপক্ষে। এছাড়া আরবি লিপজিগের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। বাকি ম্যাচে আটালান্টা মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই’র।

কোয়ার্টার ফাইনালের সবগুলো ম্যাচ ১২ থেকে ১৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে লিসবনে। সেখানেই ১৮ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল। সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরের মাঠে ম্যানসিটির গোল উৎসব

ঘরের মাঠে ম্যানসিটির গোল উৎসব

কষ্টার্জিত জয়ে আশা বাঁচিয়ে রাখলো বার্সেলোনা

কষ্টার্জিত জয়ে আশা বাঁচিয়ে রাখলো বার্সেলোনা

ট্রায়োরেকে দলে ভেড়াতে মরিয়া ম্যানসিটি-জুভেন্টাস

ট্রায়োরেকে দলে ভেড়াতে মরিয়া ম্যানসিটি-জুভেন্টাস

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে সর্বোচ্চ পয়েন্ট চান ইউনাইটেড কোচ

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে সর্বোচ্চ পয়েন্ট চান ইউনাইটেড কোচ