বেশ নার্ভাসনেসে ভুগছে চেলসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ এএম, ১৬ জুলাই ২০২০
বেশ নার্ভাসনেসে ভুগছে চেলসি

প্রিমিয়ার লিগের তলানির দল নরউইচ সিটিকে ১-০ গোলে পরাজিত করে শীর্ষ চারের অবস্থান আরও সুসংহত করেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের একমাত্র গোলটি করেন ফরাসি তারকা অলিভার গিরুদ। ম্যাচ শেষে চেলসি বস ফ্রাংক ল্যাম্পার্ড বলেছেন, তার পুরো দল নার্ভাসনেসে ভুগছে।

চেলসি এ জয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা লিস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে চার পয়েন্টে এগিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ল্যাম্পার্ড মনে করেন লিগের শেষ দুই ম্যাচে চ্যাম্পিয়ন লিভারপুল ও ষষ্ঠ স্থানে থাকা উল্ফসের বিরুদ্ধে ম্যাচগুলোতে এখনো অনেক কাজ করার বাকি আছে।

ল্যাম্পার্ড বলেন, ‘আমি আরও বেশি চেয়েছিলাম। কিন্তু সে জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে। এ মুহূর্তে তিন পয়েন্ট অনেক কিছু। টেবিলের পজিশন ধরে রাখাটাও গুরুত্বপূর্ণ। আমরা যদি সত্যিকার অর্থেই এগিয়ে যেতে চাই তবে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। যদিও কাজটা মোটেই সহজ নয়। দলের প্রত্যেকেই বেশ নার্ভাস আছে।’

শনিবার শেফিল্ড ইউনাইটেডের কাছে ৩-০ গোলের পরাজয়ে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছিল ব্লুজরা। ওই পরাজয়ে চেলসির শীর্ষ চারে থাকা নিয়ে যথেষ্ঠ শঙ্কা তৈরি হয়। বারমার লেনের ওই ম্যাচ থেকে মঙ্গলবার পাঁচটি পরিবর্তন করে দল সাজার ল্যাম্পার্ড।

ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন গিরুদ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘যে সুযোগগুলো আমি নষ্ট করেছি তা সাধারণত আমি করি না। কিছুটা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমার লক্ষ্য হলো দলের হয়ে আরও গোল করা। পুলিসিচের ক্রস থেকে সেই লক্ষ্যস্থিল থেকেই গোল পেয়েছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন মৌসুমে মেসিদের নতুন জার্সি

নতুন মৌসুমে মেসিদের নতুন জার্সি

তুরস্ক ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি

তুরস্ক ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি

এক নজরে ইউরোপীয়ান গোল্ডেন বুটের র‌্যাঙ্কিং

এক নজরে ইউরোপীয়ান গোল্ডেন বুটের র‌্যাঙ্কিং

ডেজান লোভরেনের সাথে চুক্তি নবায়নের পরিকল্পনায় লিভারপুল

ডেজান লোভরেনের সাথে চুক্তি নবায়নের পরিকল্পনায় লিভারপুল