রিয়াল মাদ্রিদে ফিরছেন ক্যাসিয়াস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩১ এএম, ১৯ জুলাই ২০২০
রিয়াল মাদ্রিদে ফিরছেন ক্যাসিয়াস

পাঁচ বছর পর আবারও পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারকা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। অভিজ্ঞ এই গোলরক্ষক ইতোমধ্যেই ক্যারিয়ার শেষের পরিকল্পনা করছেন। পেশাদার ক্যারিয়ার শেষ করার পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপদেষ্টা হিসেবে ভবিষ্যতে কাজ করবেন ক্যাসিয়াস।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেরেজ নিজেই ক্যাসিয়াসকে তার কাছাকাছি রাখতে চেয়েছেন যা তিনি মেনে নিয়েছেন। সাবেক তারকা ও বর্তমান কোচ জিনেদিন জিদানও ক্যারিয়ার শেষে এভাবেই রিয়ালে ফিরেছিলেন। রিয়াল মাদ্রিদের দীর্ঘ ক্যারিয়ার শেষে ২০১৫ সালে কিংবদন্তী এই স্প্যানিশ গোলরক্ষক পোর্তোতে পাড়ি জমিয়েছিলেন।

২০১৯ সালের ১ মে পোর্তোর অনুশীলনে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৩৯ বছর বয়সী ক্যাসিয়াস। তখন থেকেই মূলত তিনি ফুটবল মাঠের বাইরে রয়েছেন। ১ আগস্ট পর্তুগীজ লিগের শেষ ম্যাচে বেনফিকার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটির জন্য তিনি অপেক্ষায় আছেন। ওই দিনই তিনি ফুটবল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন। ইতোমধ্যেই অবশ্য পোর্তোর পর্তুগীজ লিগের শিরোপা নিশ্চিত হয়েছে।

পোর্তোতে সময়টা দারুণ কেটেছে ক্যাসিয়াসের। এই ক্লাবের হয়ে তিনটি লিগ শিরোপা জিতেছেন। রিয়ালের যুব দল থেকে ১৯৯৯ সালে মূল দলে অভিষেক হয়েছিল ক্যাসিয়াসের। সেখানে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে খেলেছেন ৭২৫টি ম্যাচ। যা রিয়ালের হয়ে কোন খেলোয়াড়ের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালের দিকে তাকালে চলবে না, আমাদের জিততে হবে : মেসি

রিয়ালের দিকে তাকালে চলবে না, আমাদের জিততে হবে : মেসি

কাতারেও অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

কাতারেও অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

ঈদের পর ঢাকার বাইরে জামাল ভূঁইয়াদের কন্ডিশনিং ক্যাম্প

ঈদের পর ঢাকার বাইরে জামাল ভূঁইয়াদের কন্ডিশনিং ক্যাম্প

নতুন মৌসুমেও টিকে গেল ফুটবলার বদলির অস্থায়ী নিয়ম

নতুন মৌসুমেও টিকে গেল ফুটবলার বদলির অস্থায়ী নিয়ম