রোনালদোদের অপেক্ষা বাড়িয়ে উদিনেসের জয় উল্লাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ পিএম, ২৪ জুলাই ২০২০
রোনালদোদের অপেক্ষা বাড়িয়ে উদিনেসের জয় উল্লাস

জিতলেই টানা নবম শিরোপা। কিন্তু তা আর হলো না। উল্টো পুঁচকে উদিনেসের বিপক্ষে হেরে গেছে শীর্ষে থাকা জুভেন্টাস। পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে থাকা উদিনেসের কাছে এ হারে শিরোপা জয়ের অপেক্ষা বাড়ালো রোনালদোরা।

বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছে তুরিনের দলটি। প্রথমে এগিয়ে গেলেও ইলিজা নেস্তোরভস্কি গোলে সমতা ফেরা এবং শেষ দিকে যোগ করা সময়ে সেকো ফোফানার গোলে উদিনেসের কাছে হার মানে জুভেন্টাস।

২০১০ সালের পর প্রথমবার ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে জিতলো উদিনেস। লিগের প্রথম পর্বে উদিনেসের বিপক্ষে ডিসেম্বরে নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছিল জুভেন্টাস।

জয় পেলেও নিজেদের ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে ঠিক আধিপত্য বিস্তার করে খেলতে পারেনি উদিনেস। উল্টো জুভেন্টাসের একের পর এক আক্রমণ করেছে। তবে কাঙ্ক্ষিত গোলে দেখা পায়নি।

ম্যাচের প্রথম গোল আসে ৪২ মিনিটে। ডি-বক্সের সামনে থেকে জোরালো শটকে জুভেন্টাসকে লিড এনে দেন ডাচ ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট। তবে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২তম মিনিটে সমতা ফেরান ইলিজা নেস্তোরভস্কি।

ম্যাচের শেষ দিকে যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) জুভেন্টাসকে হতাশায় ডুবিয়ে জয় সূচক গোল করেন সেকো ফোফানা। এ জয়ে সিরি-এ লিগে শিরোপা দাবিদার জুভেন্টাসের অপেক্ষা বাড়িয়ে ৩৯ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে ওঠে এসেছে উদিনেস।

লিগে ৩৫ ম্যাচে ২৫ জয় ও ৫ ড্রয়ে জুভেন্টাসের পয়েন্ট ৮০। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আতালান্তা এবং ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর জোড়া গোল, তিন ম্যাচ পর জুভেন্টাসের জয়

রোনালদোর জোড়া গোল, তিন ম্যাচ পর জুভেন্টাসের জয়

৫ মিনিটেই মিলানের কাছে বিধ্বস্ত জুভেন্টাস

৫ মিনিটেই মিলানের কাছে বিধ্বস্ত জুভেন্টাস

ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে রোনালদো শূন্য

ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে রোনালদো শূন্য

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব

মেসি-রোনালদো একসঙ্গে, ঝাঁকুনি খাবে ফুটবল বিশ্ব