অনাস্থা ভোট, নতুন সঙ্কটে বার্সা সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৯ এএম, ০১ আগস্ট ২০২০
অনাস্থা ভোট, নতুন সঙ্কটে বার্সা সভাপতি

ফাইল ফটো

বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়েকে নিয়ে পরিস্থিতি ক্রমেই আরও ঘোলাটে হচ্ছে। অধিনায়ক লিওনেল মেসি আগেই জানিয়েছেন সভাপতি হিসেবে তাকে আর চান না, নিজ পরিচালনা পর্ষদেও রয়েছে অসন্তোষ। এবার বার্তেমেউয়ের বিপক্ষে দাবি উঠেছে অনাস্থা ভোটের।

বার্সেলোনার বিভিন্ন সমর্থক গোষ্ঠীর জোট সংগঠন কোর ব্লউগ্রানা মূলত অনাস্থা ভোটের দাবি জানিয়েছে। বিশেষ করে ক্লাবের বর্তমান অবস্থার পেছনে বার্তেমেউকে দায়ী করে এবং পরিচালনা সদস্যদের সরে যাওয়ার দাবি তুলেছে জোটটি।

এদিকে নিজেদের চাওয়াকে বাস্তবে রূপ দিতে ১৪ কার্যদিবসের মধ্যে ক্লাবের অন্তত ১৭ হাজার সদস্যের স্বাক্ষর প্রয়োজন। যা বার্সেলোনার মোট নিবন্ধনকৃত সদস্যের ১৫ শতাংশ। সেটা সম্ভব হলে ক্লাবের সংবিধান অনুযায়ী গণভোটের আয়োজন করতে পারবে।

বার্সেলোনায় বর্তমানে ১ লাখ ৫৪ হাজার নিবন্ধনকৃত সদস্য রয়েছেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশ সদস্য যদি বার্তেমেউয়ের ও তার বোর্ড সদস্যের প্রতি অনাস্থা ভোট দেন তাহলে ক্ষমতা তাকে ক্ষমতা ছাড়তে হবে।

জোটের সদস্য জোসেপ মারিয়া ক্রেদামেস বলেছেন, আমরা জানি কিছু কিছু বিষয় আমাদের বিপক্ষে। ম্যাচে গিয়ে যে স্বাক্ষর গ্রহণ করবো সেটা সম্ভব নয়। কারণ, মাঠে দর্শক আসা নিষেধ। আমরা এক মহামারীর মধ্যে আছি। তবে আমরা সত্যিই অনাস্থা ভোটের বিষয়ে সামনে এগোতে চাই। পরিচালকরা যা করছেন, তা অগ্রহণযোগ্য।

২০২১ সালে অবশ্য এমনিতেই বার্সেলোনায় সভাপতি নির্বাচন হবে। এদিকে নিজ থেকে সভাপতির পদ ছেড়ে দেবেন না বলে জানিয়ে রেখেছেন বার্তেমেউয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শুরু হচ্ছে বেলজিয়ান, মিলেনি দর্শক প্রবেশের অনুমতি

শুরু হচ্ছে বেলজিয়ান, মিলেনি দর্শক প্রবেশের অনুমতি

লুকানোর কিছু নেই, বার্সেলোনাই আমার মূল লক্ষ্য : জাভি

লুকানোর কিছু নেই, বার্সেলোনাই আমার মূল লক্ষ্য : জাভি

মালয়েশিয়ায় হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

মালয়েশিয়ায় হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

ফাইনাল ম্যাচের তারিখ নিয়ে অসন্তুষ্ট উয়েফা

ফাইনাল ম্যাচের তারিখ নিয়ে অসন্তুষ্ট উয়েফা