সিরি-এ লিগের আট ফুটবলারের শরীরে করোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫১ এএম, ২৩ আগস্ট ২০২০
সিরি-এ লিগের আট ফুটবলারের শরীরে করোনা

বিরতি কাটিয়ে প্রাক-মৌসুম অনুশীলনে ফিরতে শুরু করেছে সিরি-এ খেলোয়াড়রা। তবে এর মাঝে আটজন ফুটবলারের দেহে করোনা শনাক্ত হয়েছে।

১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে নতুন সিরি-এ মৌসুম শুরু হতে যাচ্ছে। তার আগে আটজন খেলোয়াড়ের দেহে করোনা পজিটিভের বিষয়টি কিছুটা হলেও সংশ্লিষ্টদের দুঃশ্চিন্তায় ফেলেছে।

বৃহস্পতিবার সর্বশেষ পরীক্ষায় তুরিনোর দু’জন এবং নাপোলির একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগে বুধবার রোমা ও কাগলিয়ারি পজিটিভ কেসের কথা নিশ্চিত করেছিল। আটজন খেলোয়াড়ই উপস্বর্গ বিহিন বলে জানা গেছে।

ইতালিতে সাধারণ পজিটিভ কেসও গত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার নতুন করে ৮৪৫টি পজিটিভ কেসের খবর পাওয়া গেছে। গত ১৬ মে’র পর থেকে যা সর্বোচ্চ।

গত ২০ জুন দর্শকশূন্য মাঠে করোনা পরবর্তী সিরি-এ মৌসুম শুরু হওয়ার পর গত ২ আগস্ট শেষ হয়েছে। ইন্টার মিলানকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে টানা নবমবারের মতো লিগ শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছে জুভেন্টাস।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রোমাঞ্চকর জয়ে সেভিয়ার ষষ্ঠ শিরোপা

রোমাঞ্চকর জয়ে সেভিয়ার ষষ্ঠ শিরোপা

দায়িত্ব নিয়েই হুঙ্কার ছাড়লেন মেসিদের কোচ

দায়িত্ব নিয়েই হুঙ্কার ছাড়লেন মেসিদের কোচ

চীনের ফুটবল মাঠে দর্শক প্রবেশের অনুমতি

চীনের ফুটবল মাঠে দর্শক প্রবেশের অনুমতি

পেশাদার জীবনের সেরা মুহূর্ত জানালেন জিদান

পেশাদার জীবনের সেরা মুহূর্ত জানালেন জিদান