চীনের ফুটবল মাঠে দর্শক প্রবেশের অনুমতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১১ এএম, ২১ আগস্ট ২০২০
চীনের ফুটবল মাঠে দর্শক প্রবেশের অনুমতি

ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর প্রথমবারের মতো ফুটবল ম্যাচ দেখতে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে চীনা কর্তৃপক্ষ। শনিবার (২২ আগস্ট) চাইনিজ সুপার লিগের (সিএসএল) ম্যাচে সীমিতভাবে হাজার সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

কোভিড-১৯ সংক্রমণের পর চীনে ফুটবলকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এটি হচ্ছে প্রথম বড় কোন পদক্ষেপ। দেশটিতেই গত বছরের ডিসেম্বরে প্রাণঘাতি ভাইরাসটি প্রথম ধরা পড়ে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে সীমিত পরিসরে মাঠে দর্শক প্রবেশের এ অনুমোদন দেওয়া হলো।

করোনা সংক্রমণের কারণে ৫ মাস খেলাধুলা বন্ধ থাকার পর চীনে রুদ্ধদ্বার স্টেডিয়ামে গত ২৫ জুলাই শুরু হয়েছে সিএসএল। নিরপেক্ষ ভেন্যু হিসেবে শুধুমাত্র সুঝু এবং ডানিয়াল স্টেডিয়ামে টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করা হয়েছে।

এএফপির একটি সূত্র জানিয়েছে, সুঝু কর্তৃপক্ষের সঙ্গে দর্শক প্রবেশের বিভিন্ন দিক নিয়ে বুধবার পুরোটা দিন আলোচনায় কাটিয়েছে ফুটবল কর্মকর্তারা। এরপর সাংহাই এসআইপিজি এবং বেইজিং গুয়ানের ম্যাচে ৫০০ জন করে মোট এক হাজার দর্শক প্রবেশের অনুমোদন দেওয়া হয়।

মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিলেও ম্যাচ উপভোগে বেশ কিছু নির্দেশনা মানতে হবে। প্রত্যেক দর্শককে এক সপ্তাহের মধ্যে করোনা টেস্টে উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। মাস্ক পড়তে হবে এবং একে অপরের সঙ্গে সামাজিক দূরত্ব (তিন ফিট) বজায় রাখতে হবে। এছাড়া স্টেডিয়ামে প্রবেশের সময় তাদের দেহের তাপমাত্রও মাপা হবে।

এসআইপজির কোচ ভিটর পেরেইরা বলেছেন, ‘সমর্থকদের জন্য ভালো একটি ম্যাচ অপেক্ষা করছে। তারা আবার মাঠে ফিরছে দেখে আমি খুশি। তারাই হচ্ছে আমাদের পরিবার।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার হেড কোচের দায়িত্বে কোম্যান

বার্সেলোনার হেড কোচের দায়িত্বে কোম্যান

সেপ্টেম্বরে বাফুফের তফসিল, রেকর্ড সুষ্ঠু নির্বাচনের আশা

সেপ্টেম্বরে বাফুফের তফসিল, রেকর্ড সুষ্ঠু নির্বাচনের আশা

দায়িত্ব নিয়েই হুঙ্কার ছাড়লেন মেসিদের কোচ

দায়িত্ব নিয়েই হুঙ্কার ছাড়লেন মেসিদের কোচ

দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত

দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত