মেসিকে আর্জেন্টিনা প্রেসিডেন্টের চিঠি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০২০
মেসিকে আর্জেন্টিনা প্রেসিডেন্টের চিঠি

বার্সেলোনা ছাড়তে চেয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে চিঠি দিলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই করতে পারেননি লিওনেল মেসি। এখনো কোন সুরাহা না হলেও আর্জেন্টিনায় ফিরতে ও শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে ক্যারিয়ার শেষ করার আহ্বান জানিয়ে মেসিকে চিঠি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

বার্সেলোনা ছাড়তে ক্লাব কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন লিওনেল মেসি। সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকেই মেসিকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে ক্লাবগুলো। মেসিকে পেতে লড়াইয়ে নেমে পড়েছে ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলান ও জুভেন্টাসের মতো জায়ান্টরা।

তবে মেসিকে ক্লাবে ভেড়াতে হলে ক্লাবগুলোকে গুণতে হবে ৭শ’ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার কোটি টাকা। মেসি ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে চাইলেও তাতে সম্মতি দেয়নি বার্সেলোনা। এরই মাঝে মেসিকে আর্জেন্টিনায় ফিরে আসার অনুরোধ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। রোজারিওর নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব, যে ক্লাবে শৈশবের একটা অংশ কাটিয়েছেন মেসি, সেখানেই ক্যারিয়ার শেষ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘সিফাইভএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, ‘তুমি (মেসি) আমাদের সবার হৃদয়ে আছো এবং আমরা কখনো আমাদের দেশে (আসলে আর্জেন্টিনার ক্লাবে) তোমাকে খেলতে দেখিনি। তুমি যদি তোমার (শৈশবের) ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে ক্যারিয়ার শেষ করো, তাহলে আমরা অনেক খুশি হবো। ’

তিনি আরও বলেন, ‘মেসি যদি বার্সেলোনায় অবসর না নেয়, তাহলে সে মার্সেলো বিয়েলসার (আর্জেন্টিনার সাবেক ও বর্তমান লিডস ইউনাইটেড কোচ) মতো নিওয়েলসে আসতে পারে। ’

আলবার্তো ফার্নান্দেজের মতো আর্জেন্টিনার আরও অনেকে মেসিকে নিওয়েলসে ফেরার আহ্বান জানিয়েছেন। এমনকি এজন্য মিছিলও বের করেছিলেন নিওয়েলস সমর্থকরা। তবে মেসির বর্তমান ফর্ম অনুসারে আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবেন মেসি। তাই আপাতত সেখানে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লিভারপুলকে হারিয়ে জয়ের মুকুট পড়লো আর্সেনাল

লিভারপুলকে হারিয়ে জয়ের মুকুট পড়লো আর্সেনাল

এসি মিলানেই থেকে গেলেন ইব্রাহিমোভিচ

এসি মিলানেই থেকে গেলেন ইব্রাহিমোভিচ

তরুণদের জন্য ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাটিক

তরুণদের জন্য ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাটিক

চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা ২৩ জনের দলে নেই রোনালদো

চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা ২৩ জনের দলে নেই রোনালদো