চাইনিজ ফুটবলে দর্শক প্রবেশের অনুমোদন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৯ এএম, ২৪ অক্টোবর ২০২০
চাইনিজ ফুটবলে দর্শক প্রবেশের অনুমোদন

ফাইল ফটো

চীনা সুপার লিগ ফুটবলের দুই ফাইনালে ১০ হাজার সমর্থক প্রবেশ করতে পারবে। করোনা হুমকি সত্ত্বেও দর্শকদের মাঠমুখী হওয়ার প্রবণতা দেখে নভেম্বরের দুই ফাইনালে এ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির শীর্ষ এক ফুটবল কর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাকালে সংক্রমন এড়িয়ে কিভাবে মাঠে দর্শক নেওয়া যায় সেটি নিয়ে বিশ্ব ফুটবল মেতে উঠেছে। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগসহ হাই-প্রোফাইল প্রতিযোগিতাগুলো এখনো বলতে গেলে দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজিত হচ্ছে।

গত বছরের শেষ দিকে চীনেই প্রথম করোনাভাইরাসের সংক্রমন ধরা পড়ে। কিন্তু স্থানীয় পর্যায়ে কিছুটা ছড়িয়ে পড়ার পরও সেটি সফলতার সঙ্গে সামাল দেয় দেশটি। তবে এখন তারাই সীমিত পরিসরে ফুটবল দর্শকদের মাঠে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

গত জুলাইয়ে ফের শুরু হয়েছে স্থগিত হওয়া চীনা সুপার লিগ (সিএসএল)। শুরুতে তখন মাঠে কোন দর্শক প্রবেশের অনুমতি ছিল না। তবে গত শনিবার শিরোপা প্রত্যাশী দুই ক্লাব বেইজিং গুয়ান ও শেনডং লানেংয়ের মধ্যে সুজহুতে অনুষ্ঠিত ম্যাচে ৩ হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

৮ ও ১২ নভেম্বর সাংহাইয়ের নিকটবর্তী শহর সুজহুতে দুই লেগের খেলার ফলাফলে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন শিরোপা। চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব লিউ ইয়ে এএফপিকে বলেছেন, ‘আমি শুধু এটিই বলব ফাইনালে ১০ হাজার দর্শকের সমাগম ঘটবে।’

সুজহু স্টেডিয়ামটিতে এর অন্তত চারগুন দর্শকের ধারণ ক্ষমতা থাকলেও সামাজিক দূরত্বে মেনে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘এটি যে বড় ম্যাচ হবে সেটি নিয়ে কোন সন্দেহ নেই। তাই উল্লেখিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমোদন দেওয়া হচ্ছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিএএফ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল স্থগিত

সিএএফ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল স্থগিত

প্রাইজমানি কমানোর চিন্তা করছে উয়েফা

প্রাইজমানি কমানোর চিন্তা করছে উয়েফা

মেসি-ফাতির আলো ছড়ানোর দিনে বার্সার বড় জয়

মেসি-ফাতির আলো ছড়ানোর দিনে বার্সার বড় জয়

চ্যাম্পিয়ন্স লিগেও হারে শুরু রিয়ালের

চ্যাম্পিয়ন্স লিগেও হারে শুরু রিয়ালের