প্রাইজমানি কমানোর চিন্তা করছে উয়েফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৩ এএম, ২৩ অক্টোবর ২০২০
প্রাইজমানি কমানোর চিন্তা করছে উয়েফা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারির কারণে আর্থিক ক্ষতিতে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মাঝে ক্রীড়া সংগঠনগুলোও ব্যতিক্রম নয়। সেই ক্ষতি পুষিয়ে নিতে টানা পাঁচ বছর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের প্রাইজমানি কমানোর পরিকল্পনা করছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

উয়েফার পক্ষ থেকে সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে ইতোমধ্যেই এ বিষয়ে অবহিত করা হয়েছে। বলা হচ্ছে, করোনার কারণে প্রায় ৫১৪ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়েছে তারা।

টেলিভিশন ও স্পন্সর স্বত্ব থেকে এ আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উয়েফা। করোনার কারণে গত মৌসুমের নক-আউট পর্ব দেরিতে শেষ হওয়ায় মূলত ক্ষতি পরিমাণ এতো বেশি হয়েছে।

করোনা মহামারীর কারণে এ দুটি প্রতিযোগিতা মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়। আগস্টে ইউরোপের শীর্ষ লিগগুলো শেষ হওয়ার পর প্রতিযোগিতাটি আবারও মাঠে গড়ায়।

খেলা মাঠে গড়ালেও করোনার কারণে নিরপেক্ষ ভেন্যুতে দর্শকশূন্য স্টেডিয়ামে নক-আউট পর্ব আয়োজনে বাধ্য হয় উয়েফা। হোম-অ্যাওয়ে ফরম্যাটের পরিবর্তে সিঙ্গেল লেগে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উয়েফা বর্ষসেরা ফুটবলার লেভানডোভস্কি

উয়েফা বর্ষসেরা ফুটবলার লেভানডোভস্কি

দর্শক ঢোকার অনুমতি দিল উয়েফা

দর্শক ঢোকার অনুমতি দিল উয়েফা

চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ চার দল নিয়ে নতুন ভাবনা

চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ চার দল নিয়ে নতুন ভাবনা

উয়েফা সুপার কাপের ফাইনালে নারী রেফারি

উয়েফা সুপার কাপের ফাইনালে নারী রেফারি