দলবল নিয়ে পদত্যাগ করলেন বার্তোমেউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৭ এএম, ২৯ অক্টোবর ২০২০
দলবল নিয়ে পদত্যাগ করলেন বার্তোমেউ

নানা নাটকীয়তার পর অবশেষে পদত্যাগ করলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বোর্ড সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। শুধু বার্তোমেউই নন, তার সঙ্গে কাজ করা অন্য পরিচালকেরাও বোর্ড থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বোর্ড মিটিং শেষে দলবল নিয়ে পদত্যাগ করেন বার্তোমেউ। ফুটবল-ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রথমবারের মতো এক যুগ ট্রফি শূন্য মৌসুম, এক মৌসুমে দুই বার কোচ বদল, ক্লাবের অর্থনৈতিক ইস্যু এবং সর্বশেষ ক্লাবের বড় তারকা লিওনেল মেসির চলে যেতে চাওয়া -এসব নানা ইস্যুতে নড়বড়ে ছিল বার্তোমিউর পদ।

তবে অন্যান্য ইস্যুতে নিজের পদ ধরে রাখতে পারলেও মেসি ইস্যুতে বেশ বেগ পেতে হচ্ছিল তার। যদিও ট্রান্সফার ইস্যুর ভেড়াজালে শেষ পর্যন্ত মেসিকে ক্লাবে রাখতে পেরেছে বার্তোমেউ। তবে মেসি ক্লাব ছাড়ার ঘোষণার পর বার্তোমিউর বিরুদ্ধে রাস্তায় নামেছিল বার্সা ভক্তরা।

আন্দোলন ছাড়াও বার্তোমেউর বিরুদ্ধে অনাস্থা ভোটও সংগ্রহ করা হচ্ছিল। তবে নানামুখী চাপে পড়ে শেষ পর্যন্ত কাতালান ক্লাবটির সভাপতির পদ থেকে নিজেই সরে দাঁড়ালেন।

বার্তোমেউয়ের পদত্যাগের পর এখন নতুন সভাপতি নিয়োগে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া নতুন নির্বাহী নিয়োগের আগে সাময়িকভাবে একটি ম্যানেজমেন্টের ওপর দায়িত্ব দেওয়া হবে।

২০১৪ সালে বার্সেলোনার সভাপতির দায়িত্ব নিয়েছিলেন বার্তোমেউ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউকে ধুয়ে দিলেন পিকে

বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউকে ধুয়ে দিলেন পিকে

সবকিছু বার্সার ভালোর জন্যই করেছি : মেসি

সবকিছু বার্সার ভালোর জন্যই করেছি : মেসি

সুয়ারেজের বিদায়ে মেসির আবেগময় বার্তা

সুয়ারেজের বিদায়ে মেসির আবেগময় বার্তা

অশ্রুসজল চোখে বার্সেলোনা ছাড়লেন সুয়ারেজ

অশ্রুসজল চোখে বার্সেলোনা ছাড়লেন সুয়ারেজ